ঢাকা ০৬:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

সচিবালয়ের ৮ তলায় পুড়ে যাওয়া কুকুরের দেহ উদ্ধার

নিউজ ডেস্ক
  • সময় ০৩:০৪:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪
  • / 26

সচিবালয়ে আগুন

সচিবালয়ের ৭ নম্বর ভবনে খোঁজ করার সময় ৮ তলা থেকে একটি কুকুরের পুড়ে যাওয়া দেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

এ ঘটনার পর ফায়ার ফাইটার মো. ইমরান শিকদার বলেন, কোনো ভবনে আগুন নির্বাপণ করার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে পুরো ভবন খুঁজে দেখা হয়। কারণ সেখানে আহত বা নিহত অবস্থায় কেউ থাকতে পারেন। সেই কাজ করার সময় আমরা কুকুরের পুড়ে যাওয়া দেহটি খুঁজে পাই।

ভবনটি সার্চ করা আরেক ফায়ার ফাইটার মো. তরুণ বলেন, সচিবালয়ের ৭ নম্বর ভবনের ৮ তলা পুরোপুরি পুড়ে গেছে। এখানে দেওয়ালের প্লাস্টার খসে যাওয়ার মতো অবস্থা হয়েছে। কাগজ পত্র সব পুড়ে গেছে। শুধু ৮ তলা নয় ভবনের ৬, ৭ ও ৯ তলাতেও কম বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে।

এর আগে বুধবার দিবাগত রাত ১টা ৫২ মিনিটে সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সচিবালয়ে অবস্থিত ফায়ার সার্ভিসের ইউনিটটি আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করে রাত ১টা ৫৪ মিনিট থেকে। এর কয়েক মিনিটের মাথায় আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় পর্যায়ক্রমে ১৯ ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে ৬ ঘণ্টা চেষ্টার পর বৃহস্পতিবার সকাল ৮টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

শেয়ার করুন

সচিবালয়ের ৮ তলায় পুড়ে যাওয়া কুকুরের দেহ উদ্ধার

সময় ০৩:০৪:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

সচিবালয়ের ৭ নম্বর ভবনে খোঁজ করার সময় ৮ তলা থেকে একটি কুকুরের পুড়ে যাওয়া দেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

এ ঘটনার পর ফায়ার ফাইটার মো. ইমরান শিকদার বলেন, কোনো ভবনে আগুন নির্বাপণ করার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে পুরো ভবন খুঁজে দেখা হয়। কারণ সেখানে আহত বা নিহত অবস্থায় কেউ থাকতে পারেন। সেই কাজ করার সময় আমরা কুকুরের পুড়ে যাওয়া দেহটি খুঁজে পাই।

ভবনটি সার্চ করা আরেক ফায়ার ফাইটার মো. তরুণ বলেন, সচিবালয়ের ৭ নম্বর ভবনের ৮ তলা পুরোপুরি পুড়ে গেছে। এখানে দেওয়ালের প্লাস্টার খসে যাওয়ার মতো অবস্থা হয়েছে। কাগজ পত্র সব পুড়ে গেছে। শুধু ৮ তলা নয় ভবনের ৬, ৭ ও ৯ তলাতেও কম বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে।

এর আগে বুধবার দিবাগত রাত ১টা ৫২ মিনিটে সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সচিবালয়ে অবস্থিত ফায়ার সার্ভিসের ইউনিটটি আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করে রাত ১টা ৫৪ মিনিট থেকে। এর কয়েক মিনিটের মাথায় আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় পর্যায়ক্রমে ১৯ ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে ৬ ঘণ্টা চেষ্টার পর বৃহস্পতিবার সকাল ৮টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।