ঢাকা ০২:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫, ৩০ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

সচিবালয়ের সামনে জবিয়ানদের অবস্থান

সিনিয়র প্রতিবেদক
  • সময় ০৮:৩৫:১৬ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫
  • / 19

সচিবালয়ের সামনে জবিয়ানদের অবস্থান

পুলিশের ব্যারিকেড ভেঙে সচিবালয়ের সামনের সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

সোমবার বিকেল চারটার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে যাত্রা শুরু করে পৌনে পাঁচটার দিকে গুলিস্তানের জিরো পয়েন্টে পৌঁছায় আন্দোলনরত শিক্ষার্থীরা।

জিরো পয়েন্ট এলাকায় আগে থেকেই পুলিশ রাস্তায় ব্যারিকেড দিয়ে অবস্থান নিয়েছিলো।

পরে শিক্ষার্থীরা পুলিশের ব্যারিকেড ভেঙে সচিবালয়ের সামনের রাস্তায় অবস্থান নেয়। এসময় সেখানকার রাস্তার যান চলাচল বন্ধ হয়ে যায়।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অনশনরত শিক্ষার্থীরা
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অনশনরত শিক্ষার্থীরা

আন্দোলনরত শিক্ষার্থীরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তরসহ তাদের দাবির পক্ষে স্লোগান দিতে থাকে।

সোমবার বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা ক্যাম্পাসে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিও পালন করে। এসময় ক্যাম্পাসের মূল ফটক, প্রশাসনিক ভবন ও বিভিন্ন অনুষদের ভবনে তারা তালা ঝুলিয়ে দেন।

শিক্ষার্থীরা জানিয়েছেন, তিন দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা সচিবালয়ের সামনে অবস্থান করবেন। সেখানে ‘আমরণ অনশন’ শুরুর ঘোষণাও দিয়েছেন কেউ কেউ।

 

শেয়ার করুন

সচিবালয়ের সামনে জবিয়ানদের অবস্থান

সময় ০৮:৩৫:১৬ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫

পুলিশের ব্যারিকেড ভেঙে সচিবালয়ের সামনের সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

সোমবার বিকেল চারটার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে যাত্রা শুরু করে পৌনে পাঁচটার দিকে গুলিস্তানের জিরো পয়েন্টে পৌঁছায় আন্দোলনরত শিক্ষার্থীরা।

জিরো পয়েন্ট এলাকায় আগে থেকেই পুলিশ রাস্তায় ব্যারিকেড দিয়ে অবস্থান নিয়েছিলো।

পরে শিক্ষার্থীরা পুলিশের ব্যারিকেড ভেঙে সচিবালয়ের সামনের রাস্তায় অবস্থান নেয়। এসময় সেখানকার রাস্তার যান চলাচল বন্ধ হয়ে যায়।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অনশনরত শিক্ষার্থীরা
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অনশনরত শিক্ষার্থীরা

আন্দোলনরত শিক্ষার্থীরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তরসহ তাদের দাবির পক্ষে স্লোগান দিতে থাকে।

সোমবার বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা ক্যাম্পাসে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিও পালন করে। এসময় ক্যাম্পাসের মূল ফটক, প্রশাসনিক ভবন ও বিভিন্ন অনুষদের ভবনে তারা তালা ঝুলিয়ে দেন।

শিক্ষার্থীরা জানিয়েছেন, তিন দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা সচিবালয়ের সামনে অবস্থান করবেন। সেখানে ‘আমরণ অনশন’ শুরুর ঘোষণাও দিয়েছেন কেউ কেউ।