ঢাকা ১০:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারি ২০২৫, ১৪ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

সংস্কার কমিশনের সুপারিশে ইসির স্বাধীনতা খর্ব হবে

নিজস্ব প্রতিবেদক
  • সময় ০১:২৫:২৯ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারি ২০২৫
  • / 10

প্রধান নির্বাচন কমিশনার

নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের বেশকিছু প্রস্তাব নির্বাচন কমিশনের (ইসি) স্বাধীনতা খর্ব হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

রোববার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি) আয়োজিত আরএফইডি টক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এমন মন্তব্য করেন। আয়োজক সংগঠনের সভাপতি একরামুল হক সায়েম সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. হুমায়ূন কবীরের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণে সংসদীয় কমিটির হস্তক্ষেপের সুযোগ রাখার বিষয়ে তিনি বলেন, এটা নির্বাচন কমিশনের এখতিয়ার। অন্য কারো হস্তক্ষেপ কোনভাবেই গ্রহণযোগ্য না।

সিইসি বলেন, পার্লামেন্টের স্থায়ী কমিটির হাতে নির্বাচন কমিশনের কোনো কাজ গেলে ইসির স্বাধীনতা খর্ব হবে। স্থায়ী কমিটির কাছে নির্ভরশীল হতে চাই না। এই সংক্রান্ত সুপারিশ বাতিল করতে হবে।

এএমএম নাসির উদ্দিন বলেন, সুপারিশ অনেক কিছু দেয়া যায়। বাস্তবায়ন করা কঠিন। সীমানা নির্ধারণ ইসির এখতিয়ার। পার্লামেন্টারি স্টান্ডিং কমিটির মুখাপেক্ষী হলে ইসির ক্ষমতা খর্ব করা হবে। ভোটার হালনাগাদ এবং সীমানা নির্ধারণের জন্য ইসির বাইরে অন্য কারো হস্তক্ষেপ কোনভাবেই গ্রহণযোগ্য না।

ইসিকে দায়বদ্ধতার ক্ষমতা সংসদীয় কমিটির হাতে দেওয়ার বিষয়েরও সমালোচনা করেন সিইসি।

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ডিসেম্বরে ভোট করতে গেলে অক্টোবরে তফসিল করতে হবে। অক্টোবরের মধ্যে আইন-কানুন, বিধি-বিধান সংস্কার শেষ করতে হবে। আশাকরি, উৎসবমুখর পরিবেশ ভোট করতে পারবো।

প্রধান উপদেষ্টা ইতিমধ্যে জানিয়েছেন এক থেকে দেড় বছরের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। জুনে আমাদের দেশে বর্ষা থাকে। এ বিষয়টিও আমাদের মাথায় রাখতে হবে। এই সময়কে ধরেই নির্বাচনের প্রস্তুতি এগিয়ে নিচ্ছে ইসি। ইতিমধ্যে ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু করে দিয়েছে৷ আইন সংস্কারের উদ্যোগ নিচ্ছে সংস্থাটি।

নিবন্ধন থাকার ওপর নির্ভর করছে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ বলেও মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার।

তিনি বলেন, ‘রাজনৈতিক দলের নিবন্ধন একটি দীর্ঘ প্রক্রিয়া, সীমানা পুনর্নির্ধারণ আইনেও জটিলতার কারণে ভোটার তালিকা হালনাগাদের পাশাপাশি এই কাজগুলো করা যাচ্ছে না। এবার তফসিল ঘোষণার আগে নিবন্ধন থাকার ওপর নির্ভর করছে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ।’

শেয়ার করুন

সংস্কার কমিশনের সুপারিশে ইসির স্বাধীনতা খর্ব হবে

সময় ০১:২৫:২৯ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারি ২০২৫

নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের বেশকিছু প্রস্তাব নির্বাচন কমিশনের (ইসি) স্বাধীনতা খর্ব হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

রোববার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি) আয়োজিত আরএফইডি টক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এমন মন্তব্য করেন। আয়োজক সংগঠনের সভাপতি একরামুল হক সায়েম সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. হুমায়ূন কবীরের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণে সংসদীয় কমিটির হস্তক্ষেপের সুযোগ রাখার বিষয়ে তিনি বলেন, এটা নির্বাচন কমিশনের এখতিয়ার। অন্য কারো হস্তক্ষেপ কোনভাবেই গ্রহণযোগ্য না।

সিইসি বলেন, পার্লামেন্টের স্থায়ী কমিটির হাতে নির্বাচন কমিশনের কোনো কাজ গেলে ইসির স্বাধীনতা খর্ব হবে। স্থায়ী কমিটির কাছে নির্ভরশীল হতে চাই না। এই সংক্রান্ত সুপারিশ বাতিল করতে হবে।

এএমএম নাসির উদ্দিন বলেন, সুপারিশ অনেক কিছু দেয়া যায়। বাস্তবায়ন করা কঠিন। সীমানা নির্ধারণ ইসির এখতিয়ার। পার্লামেন্টারি স্টান্ডিং কমিটির মুখাপেক্ষী হলে ইসির ক্ষমতা খর্ব করা হবে। ভোটার হালনাগাদ এবং সীমানা নির্ধারণের জন্য ইসির বাইরে অন্য কারো হস্তক্ষেপ কোনভাবেই গ্রহণযোগ্য না।

ইসিকে দায়বদ্ধতার ক্ষমতা সংসদীয় কমিটির হাতে দেওয়ার বিষয়েরও সমালোচনা করেন সিইসি।

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ডিসেম্বরে ভোট করতে গেলে অক্টোবরে তফসিল করতে হবে। অক্টোবরের মধ্যে আইন-কানুন, বিধি-বিধান সংস্কার শেষ করতে হবে। আশাকরি, উৎসবমুখর পরিবেশ ভোট করতে পারবো।

প্রধান উপদেষ্টা ইতিমধ্যে জানিয়েছেন এক থেকে দেড় বছরের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। জুনে আমাদের দেশে বর্ষা থাকে। এ বিষয়টিও আমাদের মাথায় রাখতে হবে। এই সময়কে ধরেই নির্বাচনের প্রস্তুতি এগিয়ে নিচ্ছে ইসি। ইতিমধ্যে ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু করে দিয়েছে৷ আইন সংস্কারের উদ্যোগ নিচ্ছে সংস্থাটি।

নিবন্ধন থাকার ওপর নির্ভর করছে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ বলেও মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার।

তিনি বলেন, ‘রাজনৈতিক দলের নিবন্ধন একটি দীর্ঘ প্রক্রিয়া, সীমানা পুনর্নির্ধারণ আইনেও জটিলতার কারণে ভোটার তালিকা হালনাগাদের পাশাপাশি এই কাজগুলো করা যাচ্ছে না। এবার তফসিল ঘোষণার আগে নিবন্ধন থাকার ওপর নির্ভর করছে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ।’