সংসদের প্রথম ভাষণেই বিজেপিকে আক্রমণ প্রিয়াংকার | Bangla Affairs
০৩:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ০৬ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

সংসদের প্রথম ভাষণেই বিজেপিকে আক্রমণ প্রিয়াংকার

নিউজ ডেস্ক
  • সময় ০৫:৪০:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪
  • / 55

প্রিয়াংকা

সংসদে প্রথমবারের মতো ভাষণ দিলেন কংগ্রেস নেত্রী ও ওয়ানেড়ের এমপি প্রিয়াংকা গান্ধী। প্রথম ভাষণেই তিনি আজ শুক্রবার বিভিন্ন বিষয় নিয়ে বিজেপি সরকারকে আক্রমণ করেছেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ভারতীয় সংবিধান সংসদে গৃহীত হওয়ার ৭৫ বছর পূর্তি উপলক্ষে আজ লোকসভায় বিশেষ অধিবেশন ছিল। ওই অধিবেশনে প্রিয়াংকা এসব কথা বলেন।

প্রিয়াংকা গান্ধী বলেন, ‘গত ১০ বছরে সংবিধানের রক্ষাকবচ দুর্বল হয়েছে। ২০২৪ লোকসভা নির্বাচনে যদি এনডিএ আরও বেশি আসন পেত তাহলে পালটে যেত সংবিধান। নেহরুকে কটাক্ষ করা ছাড়া এনডিএ আর কী করেছে?’

আজ সংসদের বিশেষ অধিবেশনে শুরুতে বক্তব্য দেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি রাহুল গান্ধীকে কটাক্ষ করে বলেন, ‘কয়েকজন শুধু সংবিধান পকেটে নিয়ে ঘোরে। বিদেশের মাটিতে বসে ভারতকে অপমান করে। কিন্তু আমরা সংবিধানের কাছে মাথা নত করি।’

রাজনাথ সিংয়ের বক্তব্যের পরই বক্তব্য দেন প্রিয়াংকা গান্ধী। তিনি গৌতম আদানি, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অতিসক্রিয়তা থেকে শুরু করে নির্বাচনী প্রচারে সংবিধান বদলের হুমকিসহ বিভিন্ন ইস্যুতে মোদি সরকারের সমালোচনা করেন।

প্রিয়াংকা গান্ধী বলেন, ‘গত ১০ বছরের বিজেপি সরকার সংবিধানকে দুর্বল করেছে। এবারের নির্বাচনে যদি তারা সংখ্যাগরিষ্ঠ আসন পেত, তাহলে ভারতের সংবিধানই বদলে দিত।’

আদানি ইস্যুতে তিনি বলেন, ‘১৪২ কোটি মানুষকে ঠকিয়ে একজনকে সুবিধা দিয়েছে সরকার।’

এরপর ভুয়া মামলা দিয়ে কংগ্রেস নেতাদের কণ্ঠরোধ, উন্নাও ধর্ষণ, হাথরসের গণধর্ষণ, মসজিদে সমীক্ষা ঘিরে সম্ভলে তিনজনের মৃত্যু—এসব নিয়েও মোদি সরকারকে আক্রমণ করেন প্রিয়াংকা গান্ধী।

প্রিয়াংকা যখন ভাষণ দিচ্ছিলেন, তখন লোকসভার গ্যালারিতে বসে ছিলেন মা সোনিয়া গান্ধী। এ ছাড়া বক্তব্য শেষ হওয়ার পর ভাই রাহুল গান্ধী এগিয়ে এসে শুভেচ্ছা জানান প্রিয়াংকাকে।

শেয়ার করুন

সংসদের প্রথম ভাষণেই বিজেপিকে আক্রমণ প্রিয়াংকার

সময় ০৫:৪০:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪

সংসদে প্রথমবারের মতো ভাষণ দিলেন কংগ্রেস নেত্রী ও ওয়ানেড়ের এমপি প্রিয়াংকা গান্ধী। প্রথম ভাষণেই তিনি আজ শুক্রবার বিভিন্ন বিষয় নিয়ে বিজেপি সরকারকে আক্রমণ করেছেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ভারতীয় সংবিধান সংসদে গৃহীত হওয়ার ৭৫ বছর পূর্তি উপলক্ষে আজ লোকসভায় বিশেষ অধিবেশন ছিল। ওই অধিবেশনে প্রিয়াংকা এসব কথা বলেন।

প্রিয়াংকা গান্ধী বলেন, ‘গত ১০ বছরে সংবিধানের রক্ষাকবচ দুর্বল হয়েছে। ২০২৪ লোকসভা নির্বাচনে যদি এনডিএ আরও বেশি আসন পেত তাহলে পালটে যেত সংবিধান। নেহরুকে কটাক্ষ করা ছাড়া এনডিএ আর কী করেছে?’

আজ সংসদের বিশেষ অধিবেশনে শুরুতে বক্তব্য দেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি রাহুল গান্ধীকে কটাক্ষ করে বলেন, ‘কয়েকজন শুধু সংবিধান পকেটে নিয়ে ঘোরে। বিদেশের মাটিতে বসে ভারতকে অপমান করে। কিন্তু আমরা সংবিধানের কাছে মাথা নত করি।’

রাজনাথ সিংয়ের বক্তব্যের পরই বক্তব্য দেন প্রিয়াংকা গান্ধী। তিনি গৌতম আদানি, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অতিসক্রিয়তা থেকে শুরু করে নির্বাচনী প্রচারে সংবিধান বদলের হুমকিসহ বিভিন্ন ইস্যুতে মোদি সরকারের সমালোচনা করেন।

প্রিয়াংকা গান্ধী বলেন, ‘গত ১০ বছরের বিজেপি সরকার সংবিধানকে দুর্বল করেছে। এবারের নির্বাচনে যদি তারা সংখ্যাগরিষ্ঠ আসন পেত, তাহলে ভারতের সংবিধানই বদলে দিত।’

আদানি ইস্যুতে তিনি বলেন, ‘১৪২ কোটি মানুষকে ঠকিয়ে একজনকে সুবিধা দিয়েছে সরকার।’

এরপর ভুয়া মামলা দিয়ে কংগ্রেস নেতাদের কণ্ঠরোধ, উন্নাও ধর্ষণ, হাথরসের গণধর্ষণ, মসজিদে সমীক্ষা ঘিরে সম্ভলে তিনজনের মৃত্যু—এসব নিয়েও মোদি সরকারকে আক্রমণ করেন প্রিয়াংকা গান্ধী।

প্রিয়াংকা যখন ভাষণ দিচ্ছিলেন, তখন লোকসভার গ্যালারিতে বসে ছিলেন মা সোনিয়া গান্ধী। এ ছাড়া বক্তব্য শেষ হওয়ার পর ভাই রাহুল গান্ধী এগিয়ে এসে শুভেচ্ছা জানান প্রিয়াংকাকে।