সংখ্যালঘুদের পাহারদার বিএনপি নেতা আজাদ

- সময় ০৪:৩৩:০৬ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪
- / 78
রাজধানীর অদূরে নারয়াণগঞ্জ-২ আসন। গুরুত্বপূর্ণ এই আসনে সংখ্যালঘুদের পাহারাদার হিসাবে আবির্ভূত হয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) নজরুল ইসলাম আজাদ।
৫ আগস্ট সরকারের পট পরিবর্তনের পর সারাদেশে যখন সংখ্যালঘু নির্যাতনের খবর এসেছে, সেখানে ব্যতিক্রম আড়াইহাজারে। বিএনপি নেতা নজরুল ইসলাম আজাদ বলছেন, আড়াইহাজারে কোনো সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটেনি।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সরাসরি নির্দেশনায় স্থানীয় বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে কেউ যেন কোনো সংখ্যলঘুর বাড়িঘর, ধর্মীয় উপাসনালয়ে আক্রমণ করতে না পারে, সেদিকে সতর্ক অবস্থান নেয়া হয়েছিল। প্রতিটি ওয়ার্ডে আমাদের নেতাকর্মীরা সজাগ ছিল বলেই কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

এমনকি সর্বশেষ শারদীয় দুর্গোৎসবে দেশের বিভিন্ন স্থানে যখন আতঙ্ক বিরাজ করছিল, তখন পুরো ব্যতিক্রম ছিল আড়াইহাজার। উপজেলার মোট ৩৪ টি পূজা মন্ডপে বিএনপির পক্ষ থেকে সাংগঠনিকভাবেই দায়িত্ব ভাগ করে দেয়া হয়। নেতা হিসাবে নজরুল আজাদ এবং তার স্ত্রী নুসরাত জিনিয়াকে সাথে নিয়ে গত ১৩ অক্টোবর দুপুর ২ টা থেকে শুরু করে পরের দিন সকাল সাড়ে ১১ টা পর্যন্ত পূজা মণ্ডপ পরিদর্শন করেন। একই সঙ্গে পূজা উদযাপনের সাথে জড়িত মন্দির কমিটির দায়িত্বশীলদের হাতে আর্থিক অনুদানের পাশাপাশি ভবিষ্যতেও হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন নজরুল ইসলাম আজাদ।
তিনি বাংলা অ্যাফেয়ার্সকে বলেন, গত ১৭ বছরে আড়াইহাজারে সংখ্যালঘু নির্যাতন হয়েছে। হিন্দুদের জমি দখল, মন্দির ভাংচুর হয়েছে। কিন্তু বিএনপি মনে করে আড়াইহাজারে কোনো সংখ্যালঘু নেই। আমরা সবাই আড়াইহাজারের মানুষ। এখানে রাজনৈতিক মতাদর্শের ঊর্দ্ধে উঠেই একসাথে মিলে মিশে থাকতে হবে। বিএনপি কোনো ভাবেই হানাহানির রাজনীতি পছন্দ করে না।
দূর্গাপূজার পরও স্থানীয় সংখ্যালঘুদের নিরাপত্তা বিধানে উপজেলা প্রশাসনের সঙ্গে কাজ করে যাচ্ছেন নজরুল ইসলাম আজাদ। এ নিয়ে তিনি আনুষ্ঠানিক বৈঠক করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ আইনশৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত সংশ্লিষ্ট মহলে।

নাম প্রকাশে অনিচ্ছুক আড়াইহাজার উপজেলা ছাত্রলীগের এক নেতা বাংলা অ্যাফেয়ার্সকে বলেন, আমদের সাবেক এমপি নজরুল ইসলাম বাবুকে নিয়ে আমি কিছু বলতে পারবো না। কিন্তু ৫ আগস্ট পরবর্তী সময়ে নজরুল ইসলাম আজাদ যে শুধু সংখ্যালঘুদের পাশে পাহারাদার হিসাবে দায়িত্ব পালন করেছেন, এমনটা নয়। আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতিও তিনি সহনশীল আচরণ দেখিয়েছেন। নির্দোষ কাউকে যেন কোনো মামলায় যেন ফাঁসানো না হয়, সেজন্য আড়াইবাজারবাসীর কাছেও আহ্বান জানান।
বিশেষ করে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নজরুল ইসলাম আজাদ সরাসরি নির্দেশনাই দিয়ে রেখেছেন, কোনো ধরনের সংঘাতে জড়ানো যাবে না। শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে, আড়াইহাজারের সব মানুষের মন জয় করার কাজ করতে হবে। এটিই বিএনপির দলীয় নির্দেশনা।
উল্লেখ্য, নারায়ণগঞ্জ-২ আসনে আড়াইহাজার উপজেলা, দুইটি পৌরসভা ও দশটি ইউনিয়ন নিয়ে গঠিত। বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সংসদ সসদ্য হিসাবে টানা ৪ বার নির্বাচিত হয়ে সংসদে এসেছিলেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবু।