শ্রদ্ধা-ভালোবাসায় সিক্ত পরীমনি
- সময় ০৮:০২:২৭ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪
- / 56
সময়ের আলোচিত-সমালোচিত নায়িকা পরীমনি। কিন্তু প্রিয়জনের প্রতি তার শ্রদ্ধাবোধ এই সমাজকে দেখিয়ে দিয়েছে, তিনি সত্যিকার অর্থেই প্রিয়জনের প্রতি শ্রদ্ধাশীল এবং মৃত্যুর পরও কিভাবে প্রিয় মানুষকে সম্মান দেয়া যায়। নেটিজেনরা তার সম্পর্কে নেতিবাচক মন্তব্য করলেও সমালোচকরা বলছেন অন্য কথা। স্বাবেক স্বামী ইসমাইলের কবর জিয়ারতের মাধ্যমে পরীমনি অনন্য উচ্চতায় পৌঁছেছেন বলে মনে করেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা।
কবর জিয়ারত শেষে বাংলা চলচ্চিত্রের অন্যতম সুন্দরী এই নায়িকা বলেছেন, ‘এ জীবনে একমাত্র নানুভাইয়ের মরা মুখটাই শুধু দেখতে পেরেছি। আর কারোটা দেখা সম্ভব হয়নি। ইসমাইলেরও দেখা সম্ভব হয়নি। কবর জিয়ারত করেছি। সেই কবরস্থানে পাশাপাশি আমাদের পরিবারেরই অনেকগুলো কবর। সবচেয়ে নতুন কবর, ইসমাইলের। ওর বাবাসহ আমরা কবর জিয়ারতে গেছি। সবকিছু ছাপিয়ে সে তো আমার আত্মীয়। তাই তার সঙ্গে আমার সম্পর্কও তো সব সময়ের।’
চলচ্চিত্র পরিচালক ও নির্মাতা মাসুদ মহিউদ্দিন বাংলা অ্যাফেয়ার্সকে বলেন, পরীমনি নি:সন্দেহে অনেক ভালো কাজ করেছেন। আজকের এই অসুস্থ সমাজে আমরা যেভাবে প্রিয়জনকে ভুলে যাচ্ছি, সেখানেই ব্যতিক্রম পরী। সম্পর্কগুলোকে মূল্যায়ন করতে শিখেছেন তিনি। এটা পরীমনির ম্যাচিউরিটির বহিঃপ্রকাশ। আমরা চাই পরীমনি আরো ভালো চলচ্চিত্র উপহার দিক। নায়ক-নায়িকাদের মানুষের ব্যক্তিগত বিষয়গুলোকে সামনে টেনে নোংরামি না করার আহ্বান জানিয়ে মাসুদ আরো বলেন, বর্তমানে চলচ্চিত্রে অবশ্যই পরীমনি একজন আইডল হিসাবে আবির্ভূত হয়েছেন এই ঘটনার মধ্য দিয়ে। আমাদের উচিত তাকে সম্মান জানানো।
উল্লেখ্য, সম্প্রতি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন চিত্রনায়িকা পরীমনির প্রথম স্বামী ইসমাইল হোসেন। ইসমাইল তার বন্ধু মনিরকে নিয়ে বৃহস্পতিবার রাতে বাড়ি থেকে মোটরসাইকেলে ঢাকায় যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। এতে ইসমাইল ও তার বন্ধু মনির গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিলে চিকিৎসক ইসমাইলকে মৃত ঘোষণা করেন।
পরীমনি বলেন, এবার বাড়িতে আসার পরই আমার মা বলেন, ও (ইসমাইল) তো বাইক অ্যাক্সিডেন্ট করছে। আমি বললাম, কী! পরে বললেন, ও তো মারা গেছে! এলাম নানুভাইয়ের মৃত্যুবার্ষিকীতে, এসে শুনি ইসমাইলের মৃত্যুর খবর! এটা মেনে নেওয়া যে কতটা কষ্টের, বলে বোঝাতে পারব না।সাধারণত মৃত মানুষের মুখ দেখতে পারি না উল্লেখ করেন পরী বলেন ইসমাইলের সঙ্গে আমার সম্পর্কও তো সব সময়ের।
২০১২ সালের ২৮ এপ্রিল শামসুন্নাহার স্মৃতি ওরফে চিত্রনায়িকা পরীমণির সঙ্গে বিয়ে হয়েছিল ইসমাইলের। তিনি মঠবাড়িয়া উপজেলার মিরুখালী ইউনিয়নের ছোট শৌলা গ্রামের ব্যাংক কর্মকর্তা জাকির হোসেন জমাদ্দারের ছেলে।
মনিরুল ইসলাম নামের একজন গণমাধ্যমকর্মী বাংলা অ্যাফেয়ার্সকে বলেন, আমি সত্যিই মুগ্ধ হয়েছি পরীমনির এমন শ্রদ্ধাবোধসম্পন্ন কাজ দেখে। তিনি সত্যিকার অর্থেই আমাদের সমাজকে দেখিয়ে দিয়েছেন, কিভাবে সম্পর্কের যত্ন নিতে হয়। নিজের প্রথম স্বামীর প্রতি যে তিনি শ্রদ্ধা দেখিয়েছেন তা এক কথায় অনন্য। কিন্তু কিছু গণমাধ্যম এই ইস্যুটিকে নিয়েও বাজে প্রচারণা চালাতে ব্যস্ত। এ ধরণের প্রচারণা বন্ধ হওয়া দরকার বলেও মনে করেন রানা। তিনি পরীমনিসহ নিহত ইসমাইলের পরিবারের প্রতি শোক জানিয়েছেন। পাশাপশি নিহতের আত্নার চিরশান্তি কামনা করেছেন মনিরুল। গণমাধ্যমকে আরো দায়িত্বশীল ভূমিকা পালন করারও কথা বলেন তিনি।