শেখ হাসিনাকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে
- সময় ০৪:৫৬:৫২ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫
- / 22
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ‘অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব হচ্ছে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা।’
শনিবার(১৮ জানুয়ারি) দুপুরে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ও গণমাধ্যম’ শীর্ষক উন্মুক্ত সেমিনারে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘জনগণ যদি ঐক্যবদ্ধ থাকে সে যেমন তার পিতার হত্যাকারীদের খুঁজে খুঁজে বের করে বিচার করেছে, তেমনি তাকেও একইভাবে বিচারের আওতায় আনা হবে।’
বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ইসলামী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ইবিসাস)’র যৌথ উদ্যোগে এই সেমিনারের আয়োজন করা হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মো. নসরুল্লাহ। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
ইবির কমিউনিকেশন এন্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের সভাপতি ড. মো. রাশিদুজ্জামানের সভাপতিত্বে ও ইসলামী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি তাইমুল হক জায়িমের সঞ্চালনায় এই সেমিনার অনুষ্ঠিত হয়।
শেয়ার করুন
-
সর্বশেষ
-
সর্বাধিক
Devoloped By: InnoSoln Limited