শেখ হাসিনাকে গ্রেপ্তার চেয়ে ইন্টারপোলে চিঠি
- সময় ০৭:৪৩:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪
- / 53
মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দেশত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তারের জন্য রেড অ্যালার্ট নোটিশ চেয়ে ইন্টারপোলকে চিঠি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
আজ মঙ্গলবার ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম এ তথ্য জানান।
পুলিশের মহাপরিদর্শকের মাধ্যমে গতকাল তার কার্যালয় এ চিঠি দিয়েছে বলে জানান তাজুল ইসলাম।
আজ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘গত পরশু ইন্টারপোলের কাছে রেড নোটিশ পাঠানোর জন্য বা রেড অ্যালার্ট জারি করার জন্য অনুরোধ করেছি। সাবেক প্রধানমন্ত্রী মামলার আসামি, তিনি পলাতক আছেন। চিফ প্রসিকিউটর অফিস থেকে আমরা রিকোয়েস্ট পাঠিয়েছি ইন্টারপোল কাছে।’
শেখ হাসিনা মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত উল্লেখ করে তাজুল ইসলাম বলেন, ‘আন্তর্জাতিক পুলিশিং সংস্থা হিসেবে ইন্টারপোল যেন তাকে গ্রেপ্তার করার ব্যবস্থা নেয় এবং রেড অ্যালার্ট জারি করে, সে ব্যাপারে আমরা রিকোয়েস্ট পাঠিয়েছি। আমরা সরাসরি ইন্টারপোলকে এই চিঠি লিখেছি।’
‘তিনি (শেখ হাসিনা) মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা পেন্ডিং আছে। কিন্তু বাংলাদেশের আওতার বাইরে তিনি চলে গেছেন,’ যোগ করেন তিনি।
ইন্টারপোলের ওয়েবসাইট অনুযায়ী, কোনো ব্যক্তিকে শনাক্ত এবং সাময়িকভাবে গ্রেপ্তারের জন্য অনুরোধ হিসেবে বিশ্বের বিভিন্ন দেশের আইন প্রয়োগকারী সংস্থার জন্য রেড নোটিশ জারি করা হয়। এটি আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা নয়।
ট্রাইব্যুনাল আজ জুলাই-আগস্ট গণহত্যার ঘটনায় যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) জাকির হোসেনসহ ৪ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে বলে জানান প্রধান প্রসিকিউটর।
তিনি বলেন, ‘আমরা চারজন পুলিশ অফিসারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা চেয়েছিলাম, আদালত সেটা মঞ্জুর করেছেন। এই চারজনের মধ্যে একজন যাত্রাবাড়ী থানার ওসি (তদন্ত) জাকির হোসেন। এক তরুণকে বুকে গুলি করে মৃত্যু নিশ্চিত করেন এই পুলিশ অফিসার ও তার লাশকে নানাভাবে বিকৃত করে। জাকির হোসেন এখন পলাতক আছেন। জাকির হোসেনসহ আরও তিনজন পুলিশ অফিসার যাত্রাবাড়ীর নৃশংসতার সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে প্রমাণ আছে তদন্ত সংস্থার কাছে।’
তাজুল বলেন, ‘ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার সাবেক ডিজি বরখাস্তকৃত মেজর জেনারেল জিয়াউল আহসানের বিরুদ্ধে অসংখ্য অভিযোগ এসেছে তদন্ত সংস্থার কাছে। হত্যাকাণ্ড, গুমের সঙ্গে জড়িত থাকার প্রমাণ পেয়েছে তদন্ত সংস্থা। তিনি অলরেডি আমাদের ট্রাইব্যুনালের আদেশে গ্রেপ্তার আছেন।’
‘তাকে আমাদের জিজ্ঞাসাবাদ করা দরকার। আদালতের কাছে একদিনের জন্য তাকে জিজ্ঞাসাবাদের আবেদন করেছিলাম, আদালত আবেদন মঞ্জুর করেছেন। কিন্তু নিরাপত্তার স্বার্থে এই তারিখ আমরা জানাচ্ছি না,’ বলেন তাজুল।