১৪ মার্চ শুরু, চলবে সাতদিন
শুধু অনলাইনে বিক্রি হবে ঈদযাত্রার অগ্রিম ট্রেন টিকিট

- সময় ০৮:৫০:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫
- / 104
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ রেলওয়ের আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট শুধু অনলাইনে বিক্রি হবে। শুরু হবে আগামী ১৪ মার্চ থেকে, টানা ৭ দিন চলবে এই টিকিট বিক্রির কার্যক্রম।
বৃহস্পতিবার (৬ মার্চ) রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, এবারও সব টিকিট শুধুমাত্র অনলাইনে বিক্রি হবে, স্টেশন কাউন্টারে কোনো অগ্রিম টিকিট পাওয়া যাবে না।
তিনি আরও জানান, ঈদযাত্রা শুরু হবে ২৪ মার্চ থেকে এবং বিশেষ ঈদ ট্রেন পরিচালনার জন্য ৫ জোড়া ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাত্রীদের অতিরিক্ত চাহিদার ভিত্তিতে আরও বিশেষ ট্রেন চালানোর বিষয়টি বিবেচনায় রয়েছে। প্রতিদিন ঢাকা থেকে ৩৫ হাজার ৩১৫টি অগ্রিম টিকিট বিক্রির পরিকল্পনা করা হয়েছে।
এর আগে ৪ মার্চ দুপুরে রেলওয়ের মহাপরিচালকের সভাপতিত্বে এক প্রস্তুতিমূলক সভায় ঈদযাত্রা নির্বিঘ্ন করতে নানা সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় অংশ নেওয়া কর্মকর্তারা অতিরিক্ত যাত্রী চাপে ট্রেনে অতিরিক্ত ইঞ্জিন ও কোচ যুক্ত করার প্রস্তাব দেন। ঈদযাত্রায় ৩৬টি অতিরিক্ত কোচ সংযোজনের পরিকল্পনা করা হয়েছে, যার মধ্যে কিছু কোচ পাহাড়তলী ওয়ার্কশপ থেকে এবং কিছু সৈয়দপুর ওয়ার্কশপ থেকে সংগ্রহ করা হবে।
যাত্রীদের নির্বিঘ্ন ও স্বস্তিদায়ক ঈদযাত্রা নিশ্চিত করতে বাংলাদেশ রেলওয়ে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
শেয়ার করুন
-
সর্বশেষ
-
সর্বাধিক
Devoloped By: InnoSoln Limited