শুক্রবার খালেদা জিয়ার সব রিপোর্ট পাওয়া যাবে
- সময় ০৮:৫৬:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫
- / 22
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সব রিপোর্ট আগামী শুক্রবারের (১৭ জানুয়ারির) মধ্যে পাওয়া যাবে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন। বেগম খালেদা জিয়া তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বলেও জানান তিনি।
স্থানীয় সময় সোমবার (১৩ জানুয়ারি) হাসপাতালের সামনে গণমাধ্যমকর্মীদের এসব কথা জানান ডা. জাহিদ হোসেন।
তিনি বলেন, যুক্তরাজ্যের হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার পূর্ণাঙ্গ পরীক্ষা নিরীক্ষার রিপোর্ট সোমবার (১৩ জানুয়ারি) আসার কথা থাকলেও তা পিছিয়ে গেছে। পারিবারিক সান্নিধ্য ও হাসপাতালে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন খালেদা জিয়া। চলছে ভিডিও থেরাপি।
ডা. জাহিদ হোসেন বলেন, লন্ডন ক্লিনিকে চিকিৎসধীন বেগম খালেদা জিয়া চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। বেগম জিয়ার পরবর্তী চিকিৎসা কতটুকু প্রয়োজন সেই বিষয়েই এখন আলোচনা চলছে।
খালেদা জিয়ার ব্যক্তিগত এ চিকিৎসক আরও বলেন, নিজের সুস্থতার জন্য দেশবাসী কাছে দোয়া চেয়েছেন বিএনপি চেয়ারপারসন।
বেগম জিয়ার খবর নিতে যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি হাসপাতালের সামনে ভিড় জমিয়েছেন প্রবাসী বাংলাদেশিরাও।
তিন বারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, ডায়াবেটিস, আর্থ্রাইটিসসহ শারীরিক নানা অসুস্থতায় ভুগছেন। যুক্তরাজের দ্যা লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীণ রয়েছেন সাবেক এ প্রধানমন্ত্রী। চিকিৎসকরা বলছেন, আগামী শুক্রবারের মধ্যেই সব পরীক্ষা-নিরীক্ষার রিপোর্ট আসবে এবং এর পরেই নেয়া হবে চিকিৎসার চূড়ান্ত সিদ্ধান্ত।
শেয়ার করুন
-
সর্বশেষ
-
সর্বাধিক
Devoloped By: InnoSoln Limited