শিশুদের টিফিন বক্সেও ভ্যাট দিতে হবে
- সময় ০৩:৫৭:২৫ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫
- / 63
শিশুদের পণ্যেও ভ্যাট দিতে হবে। সরকারে পক্ষে জাতীয় রাজস্ব বোর্ড এমন সিদ্ধান্ত নিয়েছে।
এখন থেকে বাচ্চাদের পানির বোতল ও টিফিন বক্সের জন্যও ভ্যাট গুনতে হবে। ১৫ শতাংশ হারে এই ভ্যাট দিতে হবে ক্রেতাদের। ফলে এই দুটি জিনিসের দাম বাড়তে যাচ্ছে।
এত দিন প্লাস্টিকের তৈরি টিফিন বক্স ও পানির বোতলের ওপর কোনো ভ্যাট ছিল না। তবে এখন উৎপাদন পর্যায়ে এই দুটি পণ্য সামগ্রীর ওপর ১৫ শতাংশ হারে ভ্যাট আরোপ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। শেষ পর্যন্ত তা ভোক্তাদেরই বহন করতে হবে।
কত দাম বাড়বে, তার একটি উদাহরণ দেওয়া যেতে পারে। প্লাস্টিকের পানির বোতলের দাম যদি ১০০ টাকা হয়, তাহলে উৎপাদন পর্যায়ে, অর্থাৎ কারখানা থেকে বের হওয়ার সময় ১৫ টাকা ভ্যাট দিতে হবে উৎপাদককে। এর মানে উৎপাদন পর্যায়ে ১৫ টাকা দাম বেড়ে যাবে, যা শেষ পর্যন্ত ক্রেতাকেই দিতে হবে। একইভাবে টিফিন বক্সের দামও বাড়বে।
এর আগে গত মে মাসের শেষ সপ্তাহে এক প্রজ্ঞাপনের মাধ্যমে প্লাস্টিকের তৈরি পানির বোতল, টিফিন বক্স, হাওয়াই চপ্পল, প্লাস্টিকের পাদুকাসহ বিভিন্ন পণ্যে উৎপাদন, আমদানি ও সরবরাহ পর্যায়ে ভ্যাট প্রত্যাহার করে নেওয়া হয়। তবে গত বৃহস্পতিবার আবার ওই চার পণ্যের উৎপাদন পর্যায়ে ভ্যাট অব্যাহতির নির্দেশ বাতিল করা হয়। এদিন শতাধিক পণ্য ও সেবায় বাড়তি ভ্যাট ও সম্পূরক শুল্ক বাড়ানোর বিষয়ে অধ্যাদেশ জারি করে সরকার।
শেয়ার করুন
-
সর্বশেষ
-
সর্বাধিক
Devoloped By: InnoSoln Limited