হত্যাচেষ্টা মামলা
শমী কায়সার গ্রেফতার
- সময় ১০:৪৬:০৮ পূর্বাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪
- / 154
হত্যাচেষ্টা মামলায় অভিনেত্রী শমী কায়সারকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। মঙ্গলবার (৫ নভেম্বর) দিবাগত রাতে রাজধানীর উত্তরার এক আত্মীয়ের বাসা থেকে তাকে গ্রেফতার করে উত্তরা পূর্ব থানা পুলিশ। ছাত্র-জনতার আন্দোলনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।
উত্তরা পূর্ব থানার একটি হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে বলে নিশ্চিত করেছে ডিএমপির উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার রওনক জাহান।
গত জুলাই-আগস্টে ছাত্র জনতার আন্দোলনের সময় বিগত আওয়ামী লীগ সরকারের পক্ষে অবস্থান নিয়েছিলেন শমী কায়সার। তিনি আওয়ামী পন্থী শিল্পীদের একাংশ নিয়ে গঠিত ‘আলো আসবেই’ নামের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপেও আন্দোলনের বিরুদ্ধে সক্রিয় ছিলেন। সে সময় হোয়াটসঅ্যাপ গ্রুপ ও সংশ্লিষ্ট কিছু স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছিল।
এছাড়া, গত ১৩ অক্টোবর বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে নিয়ে কটুক্তির অভিযোগে শমী কায়সারের বিরুদ্ধে মাগুরার আদালতে ১০০ কোটি টাকার মানহানির একটি মামলা দায়ের হয়েছে।