শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল যুক্তরাষ্ট্র
- সময় ১২:২৮:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪
- / 262
যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে ৬.০ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। স্থানীয় সময় বুধবার (৩০ অক্টোবর) এ ভূমিকম্প ঘটে, তবে এতে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি এবং তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবরও মেলেনি। দেশটির ভূতত্ত্ব জরিপ সংস্থা জানায়, ভূমিকম্পটির উৎসস্থল ছিল ওরেগন অঙ্গরাজ্যের উপকূল থেকে ১৭৩ মাইল দূরে, প্রশান্ত মহাসাগরের তলদেশের ফল্ট লাইনে।
দ্য নিউইয়র্ক পোস্ট জানায়, দুপুর ১টা ১৫ মিনিটে কুস বে থেকে প্রায় ১৮০ মাইল দূরে ভূমিকম্পটি আঘাত হানে, যার গভীরতা ছিল ১০ কিলোমিটার। ওরেগনের বিভিন্ন অঞ্চলে এই কম্পন টের পাওয়া গেছে, বিশেষ করে ব্যান্ডন শহরের বাসিন্দারা তীব্র ঝাঁকুনি অনুভব করেন।
ওয়াশিংটনের জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যমে জানায়, ক্যাসকাডিয়া সাবডাকশন জোনে এমন ভূমিকম্প ভীতিকর হলেও বুধবারের ভূমিকম্পটি হয়েছে ব্লাঙ্কো ফ্র্যাকচার জোনে, যেখানে প্রায়ই ভূমিকম্প ঘটে।
ক্যাসকাডিয়া সাবডাকশন জোন, যা ৯৬৫ কিলোমিটার বিস্তৃত এবং নর্থ ক্যারোলিনা থেকে ব্রিটিশ কলম্বিয়া পর্যন্ত বিস্তৃত, গত ৩০০ বছর ধরে চাপ সৃষ্টি করছে। ভূমিকম্পবিদরা আশঙ্কা করছেন যে, যেকোনো সময় এটি বিশাল ভূমিকম্প ও সুনামি সৃষ্টি করতে পারে।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূল প্যাসিফিক রিং অফ ফায়ারের অংশ হওয়ায় এই অঞ্চলে ভূমিকম্প প্রায়ই ঘটে।