০২:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

লাখো রোহিঙ্গার ইফতারে পদপিষ্টে নিহত এক

নিজস্ব প্রতিবেদক, উখিয়া
  • সময় ১০:৩৯:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫
  • / 6

রোহিঙ্গা ক্যাম্পে পদপিষ্ট হয়ে নিহত এক

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের উপস্থিতিতে আয়োজিত লাখো রোহিঙ্গার ইফতার অনুষ্ঠানে ঢুকতে গিয়ে পদপিষ্টে এক রোহিঙ্গার মৃত্যু হয়েছে। আহত হয়েছেন দুই জন।

শুক্রবার দুপুর আড়াইটার দিকে ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের হেলিপ্যাড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রোহিঙ্গা নেয়ামত উল্লাহ (৫০) ৪ নম্বর ক্যাম্পের মৃত সবি মিয়ার ছেলে।

উখিয়া থানার ওসি মুহাম্মদ আরিফ হোছাইন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ইফতার পার্টিতে যোগ দেওয়ার জন্য তাড়াহুড়ো করে পাহাড়ের ঢাল থেকে পড়ে পদপিষ্ট হয়ে ৩ জন আহত হয়। তাদের মধ্যে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক নেয়ামত উল্লাহকে মৃত ঘোষণা করেন।

আহত হয়েছেন একই ক্যাম্পের আসাদ উল্লাহর ছেলে আসমত উল্লাহ (১৬) ও বসির আহমেদের ছেলে কলিম উল্লাহ (৬২)। আহতদের জন্য আসমত উল্লাহকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ওসি মুহাম্মদ আরিফ হোছাইন।

শেয়ার করুন

লাখো রোহিঙ্গার ইফতারে পদপিষ্টে নিহত এক

সময় ১০:৩৯:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের উপস্থিতিতে আয়োজিত লাখো রোহিঙ্গার ইফতার অনুষ্ঠানে ঢুকতে গিয়ে পদপিষ্টে এক রোহিঙ্গার মৃত্যু হয়েছে। আহত হয়েছেন দুই জন।

শুক্রবার দুপুর আড়াইটার দিকে ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের হেলিপ্যাড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রোহিঙ্গা নেয়ামত উল্লাহ (৫০) ৪ নম্বর ক্যাম্পের মৃত সবি মিয়ার ছেলে।

উখিয়া থানার ওসি মুহাম্মদ আরিফ হোছাইন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ইফতার পার্টিতে যোগ দেওয়ার জন্য তাড়াহুড়ো করে পাহাড়ের ঢাল থেকে পড়ে পদপিষ্ট হয়ে ৩ জন আহত হয়। তাদের মধ্যে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক নেয়ামত উল্লাহকে মৃত ঘোষণা করেন।

আহত হয়েছেন একই ক্যাম্পের আসাদ উল্লাহর ছেলে আসমত উল্লাহ (১৬) ও বসির আহমেদের ছেলে কলিম উল্লাহ (৬২)। আহতদের জন্য আসমত উল্লাহকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ওসি মুহাম্মদ আরিফ হোছাইন।