লঞ্চে বাড়তি ভাড়ার প্রতিবাদ করে ২৮ যাত্রী কারাগারে

- সময় ০৯:১২:৩৩ অপরাহ্ন, রবিবার, ৩০ মার্চ ২০২৫
- / 7
অতিরিক্ত ভাড়া আদায়কে কেন্দ্র করে ঢাকা থেকে বরগুনাগামী এম বি রয়েল ক্রু-২ ও রাজারহাট লঞ্চের স্টাফ ও যাত্রীদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের ২০-২৫ জন আহত হয়েছেন। এ ঘটনায় লঞ্চযাত্রীদের মধ্যে ২৮ জনকে আটক করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল শনিবার (২৯ মার্চ) বিকেল সাড়ে ৫টায় ঢাকার সদরঘাট থেকে এম বি রয়েল ক্রু-২ ও রাজারহাট লঞ্চ বরগুনার উদ্দেশ্যে ছেড়ে যায়।
রাতে যাত্রীদের কাছে সরকার নির্ধারিত ভাড়া জনপ্রতি ৪০০ টাকার স্থলে ৮০০-১০০০ টাকা আদায় করা হয়। এ সময় যাত্রীরা প্রতিবাদ করলে লঞ্চের স্টাফ ও কর্মচারীদের সঙ্গে মারামারির ঘটনা ঘটে। এতে ২০-২৫ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
এ ঘটনায় খবর পেয়ে পুলিশ বেতাগী লঞ্চঘাট থেকে এম বি রয়েল ক্রু-২ ও রাজারহাট লঞ্চের ২৮ জন যাত্রীকে আটক করে বেতাগী থানায় নিয়ে যায়। আটকের ঘটনাকে কেন্দ্র করে তাদের স্বজনরা বেতাগী থানার সামনে গিয়ে অবস্থান নেন।
বেতাগী সদর ইউনিয়নের আটক পারভেজের (২০) মা শিউলি আক্তার বলেন, ‘আমার ছেলে পারভেজ ঘুমন্ত অবস্থায় ছিল। ঘুমন্ত অবস্থায় থেকে পুলিশ তুলে নিয়ে যায়।
আটক রুবেল খন্দকার (২৪) ও আরাফাতের (১৫) স্বজনদেরও একই অভিযোগ। তারা বলেন, ‘আগামীকাল ঈদ। অথচ ছেলে থাকবে কারাগারে। মুক্তি না দিলে আমাদের কোনো ঈদ হবে না।’
বেতাগী থানার ওসি মো. মনিরুজ্জামান মনির এ বিষয়ে গণমাধ্যমের কাছে কোনো বক্তব্য দিতে রাজি হননি।
তিনি বলেন, ‘আটকরা ঘটনার সঙ্গে জড়িত কিনা বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নির্দোষ হলে জেলা পুলিশ সুপারের নির্দেশ পেলেই ছেড়ে দেওয়া হবে।’