রোহিঙ্গা রেজিস্ট্রার ক্যাম্পে ভয়াবহ আগুন
- সময় ১২:১৬:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৫
- / 41
কক্সবাজারের টেকনাফ উপজেলায় মুছনী ২৬ নম্বর রেজিস্ট্রার ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। এ সময় ঘুমন্ত অবস্থায় এক শিশুর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। তবে তাৎক্ষণিক শিশুটির নাম পরিচয় পাওয়া য়ানি।
বৃহস্পতিবার রাত আনুমানিক ১১টার দিকে টেকনাফ উপজেলা ২৬ নম্বর রেজিস্ট্রার আশ্রয়শিবিরে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন, উখিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম।
তিনি জানান, আগুন নিয়ন্ত্রণে টেকনাফ ও উখিয়া ফায়ার সাভির্সের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করছেন। তবে এ রিপোর্ট লেখাকালিন রাত ১২ টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসেনি। আগুন চারদিকে ছড়িয়ে পড়ছে বলে ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে।
তিনি বলেন, ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আগুনের উৎপত্তি কীভাবে হয়েছে তা এখনো জানা যায়নি।
অগ্নিকাণ্ডটি পরিকল্পিত নাকি দুর্ঘটনা সেই রহস্য উদ্ঘাটনে তৎপরতা অব্যাহত আছে। পাশাপাশি আগুন নিয়ন্ত্রণে এপিবিএন পুলিশ, সেনাবাহিনী ও ক্যাম্পের সেচ্ছাসেবী সদস্যরা কাজ করছেন। আগুনে পুড়ে এক শিশু নিহত হয়েছে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
শেয়ার করুন
-
সর্বশেষ
-
সর্বাধিক
Devoloped By: InnoSoln Limited