রোহিঙ্গার সঙ্গে সাতক্ষীরার লিটন পরপারে
- সময় ০৩:২২:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারি ২০২৫
- / 236
একজন রোহিঙ্গার সঙ্গে পরপারে পাড়ি জমিয়েছেন সাতক্ষীরার লিটন গাজী নামের এক যুবক। কক্সবাজার উখিয়ায় ট্রাককে ওভারটেক করতে গিয়ে যাত্রীবাহী বাস চাপায় মোটর সাইকেলের দুই আরোহীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) পৌনে ১টার দিকে উখিয়া থাইংখালী স্টেশনের উত্তর পার্শ্বে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সাতক্ষীরার এলাকার লিটন গাজী (১৮) পিতা আনিস গাজী, রোহিঙ্গা আব্দুর রহমান(১৮) পিতা মোহাম্মদ রফিক ১২ নং ক্যাম্প দুজনেই মেরিস সিগারেটের সেলসম্যান ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে উখিয়া হাইওয়ে পুলিশের শাহপরী থানার অফিসার ইনচার্জ মাহাবুল কবির বাংলা অ্যাফেয়ার্সকে বলেন, মেরিস সিগারেটের দুই কর্মী মোটর সাইকেলে বৃহস্পতিবার দুপুরে থাইংখালী থেকে উখিয়ার উদ্দেশ্যে আসার পথে বালুখালী মরাগাছতলা মোড়ের একটু আগে আসলে একটি ট্রাককে অতিক্রম করার চেষ্টাকালে পড়ে যায়।
এসময় অপরদিক থেকে আসা দ্রুতগামী যাত্রীবাহী বাস মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে দুই আরোহীকে চাপা দেয়। এসময় ঘটনাস্থলে দুই আরোহী নিহত হন। এই ঘটনায় দুর্ঘটনা কবলিত গাড়ি দুইটি জব্দ করা হয়েছে।
ঘটনা প্রত্যক্ষদর্শীরা বলেন, মোটর সাইকেলটি একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে পড়ে যায়। এসময় টেকনাফমুখী দ্রুতগামী বাসটি মোটরসাইকেল থেকে ছিটকে পড়া দুই বাইক আরোহীকে চাপা দিলে দুইজনই ঘটনাস্থলে নিহত হন।
শেয়ার করুন
-
সর্বশেষ
-
সর্বাধিক
Devoloped By: InnoSoln Limited