০৩:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ মার্চ ২০২৫, ১৯ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

রোগীর বাড়িতে কবিরাজকে কুপিয়ে হত্যা

নিউজ ডেস্ক
  • সময় ০৭:০৭:২৪ অপরাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫
  • / 24

কুপিয়ে হত্যা (প্রতীকি ছবি)

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় আব্দুল মতিন (৫৫) নামের এক কবিরাজকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত মতিন চৌডালা ইউনিয়নের পূর্ব সাহেবগ্রামের বাসিন্দা এবং পেশায় কবিরাজির পাশাপাশি তেলের ব্যবসা করতেন।

সোমবার (৩ মার্চ) ভোরে চৌডালা ইউনিয়নের হরিনগর গ্রামে শুকুরুদ্দিন নামের এক ব্যক্তির বাড়ি থেকে মতিনের মরদেহ উদ্ধার করে পুলিশ। তার হাত, পা, মুখ ও উরুসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

স্থানীয় সূত্র ও পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, রবিবার (২ মার্চ) রাত ১০টার দিকে শুকুরুদ্দিনের বাড়িতে ঢুকে দুর্বৃত্তরা দা ও হাসুয়া দিয়ে কুপিয়ে মতিনকে হত্যা করে। নিহত মতিনের ওই বাড়িতে নিয়মিত যাতায়াত ছিল, কারণ শুকুরুদ্দিনের স্ত্রী পেয়ারা বেগম (৩৫) তার রোগী ছিলেন।

স্থানীয়রা ধারণা করছেন, ঘটনার পেছনে পরকীয়ার সম্পর্ক জড়িত থাকতে পারে। ঘটনার পর থেকে শুকুরুদ্দিন ও তার পরিবারের সদস্যরা পলাতক।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইস উদ্দিন বলেন, রাত ১২টার পর স্থানীয়দের দেওয়া খবরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত হাসুয়া ও দা উদ্ধার করে। তিনি আরও জানান, নিহতের স্ত্রী বাদী হয়ে মামলার প্রস্তুতি নিচ্ছেন।

চৌডালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া হাবিব বলেন, ঘটনাটি পরকীয়া প্রেম সংক্রান্ত হতে পারে বলে স্থানীয়ভাবে ধারণা করা হচ্ছে। তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে কারা এই হত্যাকাণ্ডে জড়িত।

শেয়ার করুন

রোগীর বাড়িতে কবিরাজকে কুপিয়ে হত্যা

সময় ০৭:০৭:২৪ অপরাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় আব্দুল মতিন (৫৫) নামের এক কবিরাজকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত মতিন চৌডালা ইউনিয়নের পূর্ব সাহেবগ্রামের বাসিন্দা এবং পেশায় কবিরাজির পাশাপাশি তেলের ব্যবসা করতেন।

সোমবার (৩ মার্চ) ভোরে চৌডালা ইউনিয়নের হরিনগর গ্রামে শুকুরুদ্দিন নামের এক ব্যক্তির বাড়ি থেকে মতিনের মরদেহ উদ্ধার করে পুলিশ। তার হাত, পা, মুখ ও উরুসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

স্থানীয় সূত্র ও পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, রবিবার (২ মার্চ) রাত ১০টার দিকে শুকুরুদ্দিনের বাড়িতে ঢুকে দুর্বৃত্তরা দা ও হাসুয়া দিয়ে কুপিয়ে মতিনকে হত্যা করে। নিহত মতিনের ওই বাড়িতে নিয়মিত যাতায়াত ছিল, কারণ শুকুরুদ্দিনের স্ত্রী পেয়ারা বেগম (৩৫) তার রোগী ছিলেন।

স্থানীয়রা ধারণা করছেন, ঘটনার পেছনে পরকীয়ার সম্পর্ক জড়িত থাকতে পারে। ঘটনার পর থেকে শুকুরুদ্দিন ও তার পরিবারের সদস্যরা পলাতক।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইস উদ্দিন বলেন, রাত ১২টার পর স্থানীয়দের দেওয়া খবরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত হাসুয়া ও দা উদ্ধার করে। তিনি আরও জানান, নিহতের স্ত্রী বাদী হয়ে মামলার প্রস্তুতি নিচ্ছেন।

চৌডালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া হাবিব বলেন, ঘটনাটি পরকীয়া প্রেম সংক্রান্ত হতে পারে বলে স্থানীয়ভাবে ধারণা করা হচ্ছে। তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে কারা এই হত্যাকাণ্ডে জড়িত।