কমলা শিবিরে কান্না
রিপাবলিকানদের দখলে মার্কিন সাম্রাজ্য

- সময় ০২:১৮:৪৪ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪
- / 200
হোয়াইট হাউসের দৌঁড়ে যেমন এগিয়ে আছে রিপাবলিকান প্রার্থী, একইভাবে মার্কিন কংগ্রেসের উভয় কক্ষ সিনেট এবং প্রতিনিধি পরিষদেও এগিয়ে গেছেন রিপাবলিকানরা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের জন্য ম্যাজিক সংখ্যা ২৭০। অর্থাৎ মোট ৫৩৮টি ইলেক্টোরাল ভোটের মধ্যে ২৭০ টি পেলে জয় নিশ্চিত। বিবিসি লিখেছে, এ পর্যন্ত প্রাপ্ত অনানুষ্ঠানিক ফলাফলে ট্রাম্প এরই মধ্যে ২৬৬ ইলেক্টোরাল ভোট পেয়েছেন।
বার্তা সংস্থা এপি লিখেছে, কমলা পেয়েছেন ২১৪ ভোট। কিছু সময়ের মধ্যে জয় পরাজয় নিশ্চিত হয়ে যাবে বলে আভাস পাওয়া যাচ্ছে। এরই মধ্যে কমলার সমর্থকদের কান্নায় ভেঙে পড়ার দৃশ্য দেখা গেছে। বিপরীতে ট্রাম্প শিবিরে দেখা যাচ্ছে উল্লাস। পেনসিলভেনিয়ায় জয় ট্রাম্পকে প্রেসিডেন্ট পদে জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে দিয়েছে।

সুইং স্টেট নর্থ ক্যারোলাইনা ও জর্জিয়ার পর এবার পেনসিলভেনিয়ায় বিজয়ী হয়েছেন বিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এর ফলে তিনি এখন হোয়াইট হাউস জয়ের দ্বারপ্রান্তে রয়েছে বলে মনে করা হচ্ছে। যেকোনো মহূর্তে ট্রাম্প মঞ্চে এসে নিজেকে বিজয়ী ঘোষণা দেবেন বলে প্রত্যাশা করছেন ভক্তরা।
ডেমোক্র্যাটরা উদ্বিগ্ন আর উচ্ছ্বসিত রিপাবলিকানরা:
আলাস্কা ও হাওয়াইয়ের মাধ্যমে এই বছরের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সব ভোটগ্রহণ শেষ হয়েছে। রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ২৪৬টি এবং ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস ১৮৭টি ইলেক্টোরাল কলেজ ভোট পেয়েছেন।
উল্লেখ্য, হোয়াইট হাউসে জয়ের জন্য একজন প্রার্থীর ২৭০টি ভোট প্রয়োজন। এখন পর্যন্ত দু’টি সুইং স্টেটের ফলাফল ঘোষণা করা হয়েছে – নর্থ ক্যারোলাইনা ও জর্জিয়া। আর উভয় রাজ্যেই জয়ী হয়েছেন ট্রাম্প।
এখনও পাঁচটি গুরুত্বপূর্ণ সুইং রাজ্যের ফলাফল বাকি, যদিও প্রাথমিক পূর্বাভাসে দেখা যাচ্ছে ট্রাম্প এগিয়ে আছেন। মিশিগানে ডেমোক্র্যাটিক দাতা এবং কৌশলবিদরা বিবিসির আইওন ওয়েলসকে জানিয়েছেন যে তারা খুবই হতাশা বোধ করছেন। অন্যদিকে, নাদা তাওফিক ফ্লোরিডায় ট্রাম্পের শিবিরে উত্তেজনা এবং লক্ষ্য স্থির করার অনুভূতির কথা জানাচ্ছেন।
কমলার নির্বাচনী ওয়াচ পার্টি ছেড়ে যাচ্ছেন সমর্থকরা:
হাওয়ার্ড ইউনিভার্সিটির কেন্দ্রে অবস্থিত যে মাঠে কমলার সমর্থকরা উদযাপনের প্রস্তুতি নিচ্ছিলেন, সে মাঠ ধীরে ধীরে ফাঁকা হতে শুরু করেছে। দুটি দোদুল্যমান রাজ্য নর্থ ক্যারোলাইনা ও জর্জিয়াতে ডোনাল্ড ট্রাম্পের জয়ের খবরের পরপরই কমলা সমর্থকরা ঘরে ফিরতে শুরু করেছেন। শত শত সমর্থক নির্বাচনী ওয়াচ পার্টি ত্যাগ করছেন। তাদের বেশিরভাগই মিডিয়ার সঙ্গে কথা বলতে অস্বীকৃতি জানিয়েছেন। এদিকে, আজ রাতের ওয়াচ পার্টিতে কমলার উপস্থিত হওয়ার সম্ভাবনা নেই বলে জানা গেছে।
সুইং স্টেটে জয় উদযাপন করছেন ট্রাম্প সমর্থকরা:
গুরুত্বপূর্ণ সুইং স্টেটে জয় উদযাপন করছেন ট্রাম্প সমর্থকরা। নির্বাচনি ফলাফলে ডোনাল্ড ট্রাম্প এগিয়ে যাওয়ার পর যুক্তরাষ্ট্রের বিভিন্ন অংশে তার সমর্থকদের উল্লাসের ছবি সামনে আসছে। কেউ ট্রাম্পের নির্বাচনি প্রচারণার স্লোগান ‘মেইক অ্যামেরিকা গ্রেট এগেইন’, সংক্ষেপে ‘মাগা’ লিখা টুপি পরেছেন, আবার কেউ আমেরিকার পতাকা গায়ে জড়িয়েছেন।
সিনেটে সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছেন রিপাবলিকানরা:
ডেমোক্র্যাটিক পার্টির কাছ থেকে মার্কিন পার্লামেন্টের উচ্চ কক্ষ সিনেটের নিয়ন্ত্রণ ছিনিয়ে নিতে যাচ্ছে ট্রাম্পের দল রিপাবলিকান পার্টি। এখন পর্যন্ত রিপাবলিকানরা সিনেটের ৫১টি আসন নিশ্চিত করেছে। অপরদিকে, ডেমোক্র্যাটরা পেয়েছেন ৪২টি আসন। ৫০ আসন পেলেই সিনেটের সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত হয়।
জর্জিয়ায় জিতলেন ট্রাম্প:
গুরুত্বপূর্ণ আরও একটি সুইং স্টেট জর্জিয়ায় বিজয়ী হয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। ৩০ বছর পর এই প্রথম জর্জিয়ায় জয় পেল রিপাবলকানরা।
ব্যাটলগ্রাউন্ড হিসেবে পরিচিত নর্থ ক্যারোলাইনায় বিজয়ী ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ব্যাটলগ্রাউন্ড হিসেবে খ্যাত নর্থ ক্যারোলাইনায় জিতেছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এর ফলে রাজ্যটির ১৬টি ইলেকট্রোরাল ভোট পেয়েছেন তিনি। এটি ট্রাম্পের জন্য বড় ধরনের সুখবর। কারণ এটি প্রেসিডেন্ট নির্বাচনী দৌঁড়ে ২৭০টি ইলেক্ট্রোরাল ভোট নিশ্চিত করার পথে তাকে এগিয়ে রাখবে।
২০১৬ এবং ২০২০ সালের নির্বাচনেও নর্থ ক্যারোলাইনায় রিপাবলিকানরা জিতেছিলেন। সর্বশেষ ডেমোক্র্যাটিক প্রার্থী যেনি এই রাজ্যে জয়লাভ করেন তিনি ২০০৮ সালে বারাক ওবামা।