রিটার্ন না দিলে তলব হবে ব্যাংক হিসাব | Bangla Affairs
০১:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫, ৩০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

রিটার্ন না দিলে তলব হবে ব্যাংক হিসাব

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
  • সময় ১২:০৮:২২ অপরাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫
  • / 15

এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান (ফাইল ফটো)

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান জানিয়েছেন, যারা এখনো আয়কর রিটার্ন দিচ্ছেন না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, রিটার্ন না দেওয়া করদাতাদের প্রথমে নোটিশ পাঠানো হচ্ছে এবং পরবর্তী ধাপে তাদের ব্যাংক হিসাব তলব করা হবে।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) চট্টগ্রামের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। সভায় আসন্ন ২০২৫-২৬ অর্থবছরের বাজেটকে ব্যবসা ও শিল্পবান্ধব করতে আয়কর, ভ্যাট ও শুল্কসংক্রান্ত মোট ১১৪টি প্রস্তাবনা তুলে ধরেন ব্যবসায়ীরা।

সভায় এনবিআর চেয়ারম্যান জানান, গত অর্থবছরে জমা পড়া ৪৫ লাখ আয়কর রিটার্নের মধ্যে ৩০ লাখই ছিল শূন্য রিটার্ন, অর্থাৎ যাদের কাছ থেকে কোনো রাজস্ব আদায় হয়নি। ফলে বাস্তবিক অর্থে মাত্র ১৫ লাখ করদাতার কাছ থেকে রাজস্ব আদায় সম্ভব হয়েছে। তিনি বলেন, দেশের ট্যাক্স-জিডিপি অনুপাত এখনও খুব কম, যা উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বড় বাধা। এই পরিস্থিতিতে করহার যৌক্তিকভাবে বাড়ানোর কথা ভাবা হচ্ছে।

তিনি আরও বলেন, করপ্রদানে স্বচ্ছতা ও সহজতা নিশ্চিত করতে এনবিআর কার্যক্রম ধীরে ধীরে সম্পূর্ণ অটোমেশনের আওতায় আনা হচ্ছে। এরই মধ্যে সিঙ্গেল উইন্ডো সিস্টেমের মাধ্যমে অনলাইনে এক লাখ ৬০ হাজার সার্টিফিকেট ইস্যু করা হয়েছে। ভ্যাট ও বন্ড ব্যবস্থায় বিদ্যমান জটিলতা দূর করতেও উদ্যোগ নেওয়া হয়েছে। লক্ষ্য হচ্ছে, ঘরে বসেই যেন করদাতারা আয়কর ও ভ্যাট দিতে পারেন।

আসন্ন বাজেট প্রসঙ্গে তিনি বলেন, এবারের বাজেটে ঘাটতি থাকলেও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখার দিকেও গুরুত্ব দেওয়া হবে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্কের কারণে পোশাক শিল্প যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়েও সরকার আন্তরিকভাবে কাজ করছে।

এনবিআর চেয়ারম্যান কর ফাঁকিকে প্রধান চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে বলেন, কর আহরণে সবাইকে আন্তরিক হতে হবে। ব্যবসায়ীদের যেসব দাবি উঠেছে, তা যৌক্তিক এবং বাজেট প্রণয়নে তা বিবেচনায় নেওয়া হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম চেম্বারের প্রশাসক অতিরিক্ত বিভাগীয় কমিশনার মুহাম্মদ আনোয়ার পাশা, চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বারের সভাপতি খলিলুর রহমান, উইমেন চেম্বারের সভাপতি আবিদা মোস্তফা, চট্টগ্রাম চেম্বারের সাবেক সভাপতি সরওয়ার জামাল নিজাম, সাবেক জ্যেষ্ঠ সহ-সভাপতি এরশাদ উল্লাহ, সাবেক সহ-সভাপতি বেলাল আহমেদ এবং বিজিএমইএ’র সাবেক প্রথম সহ-সভাপতি নাসির উদ্দিন চৌধুরী প্রমুখ।

শেয়ার করুন

রিটার্ন না দিলে তলব হবে ব্যাংক হিসাব

সময় ১২:০৮:২২ অপরাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান জানিয়েছেন, যারা এখনো আয়কর রিটার্ন দিচ্ছেন না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, রিটার্ন না দেওয়া করদাতাদের প্রথমে নোটিশ পাঠানো হচ্ছে এবং পরবর্তী ধাপে তাদের ব্যাংক হিসাব তলব করা হবে।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) চট্টগ্রামের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। সভায় আসন্ন ২০২৫-২৬ অর্থবছরের বাজেটকে ব্যবসা ও শিল্পবান্ধব করতে আয়কর, ভ্যাট ও শুল্কসংক্রান্ত মোট ১১৪টি প্রস্তাবনা তুলে ধরেন ব্যবসায়ীরা।

সভায় এনবিআর চেয়ারম্যান জানান, গত অর্থবছরে জমা পড়া ৪৫ লাখ আয়কর রিটার্নের মধ্যে ৩০ লাখই ছিল শূন্য রিটার্ন, অর্থাৎ যাদের কাছ থেকে কোনো রাজস্ব আদায় হয়নি। ফলে বাস্তবিক অর্থে মাত্র ১৫ লাখ করদাতার কাছ থেকে রাজস্ব আদায় সম্ভব হয়েছে। তিনি বলেন, দেশের ট্যাক্স-জিডিপি অনুপাত এখনও খুব কম, যা উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বড় বাধা। এই পরিস্থিতিতে করহার যৌক্তিকভাবে বাড়ানোর কথা ভাবা হচ্ছে।

তিনি আরও বলেন, করপ্রদানে স্বচ্ছতা ও সহজতা নিশ্চিত করতে এনবিআর কার্যক্রম ধীরে ধীরে সম্পূর্ণ অটোমেশনের আওতায় আনা হচ্ছে। এরই মধ্যে সিঙ্গেল উইন্ডো সিস্টেমের মাধ্যমে অনলাইনে এক লাখ ৬০ হাজার সার্টিফিকেট ইস্যু করা হয়েছে। ভ্যাট ও বন্ড ব্যবস্থায় বিদ্যমান জটিলতা দূর করতেও উদ্যোগ নেওয়া হয়েছে। লক্ষ্য হচ্ছে, ঘরে বসেই যেন করদাতারা আয়কর ও ভ্যাট দিতে পারেন।

আসন্ন বাজেট প্রসঙ্গে তিনি বলেন, এবারের বাজেটে ঘাটতি থাকলেও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখার দিকেও গুরুত্ব দেওয়া হবে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্কের কারণে পোশাক শিল্প যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়েও সরকার আন্তরিকভাবে কাজ করছে।

এনবিআর চেয়ারম্যান কর ফাঁকিকে প্রধান চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে বলেন, কর আহরণে সবাইকে আন্তরিক হতে হবে। ব্যবসায়ীদের যেসব দাবি উঠেছে, তা যৌক্তিক এবং বাজেট প্রণয়নে তা বিবেচনায় নেওয়া হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম চেম্বারের প্রশাসক অতিরিক্ত বিভাগীয় কমিশনার মুহাম্মদ আনোয়ার পাশা, চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বারের সভাপতি খলিলুর রহমান, উইমেন চেম্বারের সভাপতি আবিদা মোস্তফা, চট্টগ্রাম চেম্বারের সাবেক সভাপতি সরওয়ার জামাল নিজাম, সাবেক জ্যেষ্ঠ সহ-সভাপতি এরশাদ উল্লাহ, সাবেক সহ-সভাপতি বেলাল আহমেদ এবং বিজিএমইএ’র সাবেক প্রথম সহ-সভাপতি নাসির উদ্দিন চৌধুরী প্রমুখ।