উদ্বিগ্ন অভিভাবক!
রায়পুরে মাদকের ছড়াছড়ি
- সময় ০৫:৪৩:২২ অপরাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪
- / 71
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার গ্রামে গ্রামে মাদকের নীল ছোবলে ভাসছে তরুণ সমাজ। উপজেলার পৌর শহরসহ গ্রামে গ্রামে ঢুকে পড়েছে মাদক। পৌর শহরসহ বেশ কয়েকটি স্পটে প্রকাশ্যে মাদক বেচাকেনা হচ্ছে। এই মাদক বেচাকেনায় এলাকার তরুণেরা জড়িয়ে পড়ছে। এতে এলাকায় আইনশৃঙ্খলার পরিস্থিতির অবনতি ঘটছে।
শহরের মধ্যে খেজুরতলা, সাবেক কমিশনার নুরু খাঁ বাড়ির আশপাশ এলাকা, টিসি রোড, শ্রমিক বিড়ি ফ্যাক্টরি সংলগ্ন এলাকা, মহিলা কলেজ, বাঁশরী সিনেমা হল এলাকা, মুচি পট্টি, পৌর ভবন সংলগ্ন এলাকা, মুক্তিযোদ্ধা ফিরোজ আলম সড়কের মাথা, সরকারী কলেজ সংলগ্ন এলাকা, পীর ফজলুল্লা সড়কের এসপি সার্কেল অফিসের পেছনের বিল, বাসস্ট্যান্ড এলাকা, বকসী বাড়ীর দিকে যেতে কাঞ্চনপুর রোড, ফিস হ্যাচারির সামনে, মধুপুরের কসাই পট্টি, উত্তর চর আবাবিল ইউনিয়নের বাংলা বাজার, ঝাউডগী,মিজির স্টেশন,মতি মেম্বারের গোঁজা, হায়দরগঞ্জ রচিম উদ্দিন স্কুল সংলগ্ন এলাকা ও মিতালী বাজার মাদকের অন্যতম স্পট।
এসব এলাকায় প্রায়ই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও পুলিশের বিভিন্ন বিভাগ অভিযান চালাচ্ছে। এতে মাদকদ্রব্যসহ মাদকসেবী, মাদক কারবারিকে গ্রেপ্তারও করা হচ্ছে বিভিন্ন সময়। এরপরও থামছে না মাদক চোরাচালান ও সেবন। উল্লেখিত স্পটে গাঁজা, ফেনসিডিল, মদ, ইয়াবা বিক্রি হচ্ছে দেদারছে। তবে বহন সুবিধাজনক হওয়ায় ইয়াবার বেচাকেনা সবচেয়ে বেশি। পৌর শহরসহ গ্রামে গ্রামে চলছে নীরবে ইয়াবার বেচাকেনা। মাদক সেবনকারীদের মধ্যে অধিকাংশই উঠতি বয়সের তরুণ।
পরিবেশ আন্দোলনের কেন্দ্রীয় অর্থ বিষয়ক সম্পাদক মামুনুর রশিদ বলেন, ‘মাদকের নীরব বাণিজ্যের’ কারণে সুস্থ সামাজিক পরিবেশ বিঘ্নিত হচ্ছে। করোনা পরিস্থিতির মধ্যে মাদকের বিস্তারে সামাজিক সমস্যা আরও প্রকট হচ্ছে। পুলিশের কর্মকর্তারা নতুন এলেই কমে যায় মাদকের বিকিকিনি কিন্তু ক’দিন না যেতেই মাদকসেবী, বিক্রেতাদেরও আনাগোনায় ভদ্র মানুষের চলাচল দায় হয়ে পড়ে।
রায়পুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নিজাম উদ্দিন ভুঁইয়া বলেন, শহরে মাদক বেচাকেনার বেশকিছু স্পট পুলিশ চিহ্নিত করেছে। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে, পুরাতন মাদক কারবারিরা কারাগার থেকে বেরিয়ে আবার মাদকে জড়িয়ে পড়ছে। তবে প্রতিনিয়ত মাদকবিরোধী অভিযানে তা এখন অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। মাদক সেবন ও বিক্রয় রোধে সকলের সহযোগিতা কামনা করেছেন তিনি।
শেয়ার করুন
উদ্বিগ্ন অভিভাবক!
রায়পুরে মাদকের ছড়াছড়ি
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার গ্রামে গ্রামে মাদকের নীল ছোবলে ভাসছে তরুণ সমাজ। উপজেলার পৌর শহরসহ গ্রামে গ্রামে ঢুকে পড়েছে মাদক। পৌর শহরসহ বেশ কয়েকটি স্পটে প্রকাশ্যে মাদক বেচাকেনা হচ্ছে। এই মাদক বেচাকেনায় এলাকার তরুণেরা জড়িয়ে পড়ছে। এতে এলাকায় আইনশৃঙ্খলার পরিস্থিতির অবনতি ঘটছে।
শহরের মধ্যে খেজুরতলা, সাবেক কমিশনার নুরু খাঁ বাড়ির আশপাশ এলাকা, টিসি রোড, শ্রমিক বিড়ি ফ্যাক্টরি সংলগ্ন এলাকা, মহিলা কলেজ, বাঁশরী সিনেমা হল এলাকা, মুচি পট্টি, পৌর ভবন সংলগ্ন এলাকা, মুক্তিযোদ্ধা ফিরোজ আলম সড়কের মাথা, সরকারী কলেজ সংলগ্ন এলাকা, পীর ফজলুল্লা সড়কের এসপি সার্কেল অফিসের পেছনের বিল, বাসস্ট্যান্ড এলাকা, বকসী বাড়ীর দিকে যেতে কাঞ্চনপুর রোড, ফিস হ্যাচারির সামনে, মধুপুরের কসাই পট্টি, উত্তর চর আবাবিল ইউনিয়নের বাংলা বাজার, ঝাউডগী,মিজির স্টেশন,মতি মেম্বারের গোঁজা, হায়দরগঞ্জ রচিম উদ্দিন স্কুল সংলগ্ন এলাকা ও মিতালী বাজার মাদকের অন্যতম স্পট।
এসব এলাকায় প্রায়ই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও পুলিশের বিভিন্ন বিভাগ অভিযান চালাচ্ছে। এতে মাদকদ্রব্যসহ মাদকসেবী, মাদক কারবারিকে গ্রেপ্তারও করা হচ্ছে বিভিন্ন সময়। এরপরও থামছে না মাদক চোরাচালান ও সেবন। উল্লেখিত স্পটে গাঁজা, ফেনসিডিল, মদ, ইয়াবা বিক্রি হচ্ছে দেদারছে। তবে বহন সুবিধাজনক হওয়ায় ইয়াবার বেচাকেনা সবচেয়ে বেশি। পৌর শহরসহ গ্রামে গ্রামে চলছে নীরবে ইয়াবার বেচাকেনা। মাদক সেবনকারীদের মধ্যে অধিকাংশই উঠতি বয়সের তরুণ।
পরিবেশ আন্দোলনের কেন্দ্রীয় অর্থ বিষয়ক সম্পাদক মামুনুর রশিদ বলেন, ‘মাদকের নীরব বাণিজ্যের’ কারণে সুস্থ সামাজিক পরিবেশ বিঘ্নিত হচ্ছে। করোনা পরিস্থিতির মধ্যে মাদকের বিস্তারে সামাজিক সমস্যা আরও প্রকট হচ্ছে। পুলিশের কর্মকর্তারা নতুন এলেই কমে যায় মাদকের বিকিকিনি কিন্তু ক’দিন না যেতেই মাদকসেবী, বিক্রেতাদেরও আনাগোনায় ভদ্র মানুষের চলাচল দায় হয়ে পড়ে।
রায়পুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নিজাম উদ্দিন ভুঁইয়া বলেন, শহরে মাদক বেচাকেনার বেশকিছু স্পট পুলিশ চিহ্নিত করেছে। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে, পুরাতন মাদক কারবারিরা কারাগার থেকে বেরিয়ে আবার মাদকে জড়িয়ে পড়ছে। তবে প্রতিনিয়ত মাদকবিরোধী অভিযানে তা এখন অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। মাদক সেবন ও বিক্রয় রোধে সকলের সহযোগিতা কামনা করেছেন তিনি।