পুলিশের নিরবতা নিয়ে প্রশ্ন
রায়পুরায় জমজমাট মাদক ব্যবসা
- সময় ০৫:১১:৪৪ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪
- / 211
নরসিংদীর রায়পুরা উপজেলায় চিহ্নিত তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীরা সরকার পতনের পর পুলিশ প্রশাসনের কার্যক্রমে এ ব্যবসা বেশকিছু দিন বন্ধ ছিল। কিন্তু এই মুহুর্তে পুলিশের নিরব ভূমিকার কারণে শতভাগ নিশ্চিন্তে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় জমজমাটে মহোৎসব চালাচ্ছে তারা। এতে যুবসমাজ ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড়াচ্ছে। তাছাড়া বর্তমান সময়ে লক্ষ্য করা যাচ্ছে ছিনতাই, ডাকাতি ও চুরির উপদ্রব বাড়ছে পুরো উপজেলা জুড়েই।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, সকল পেশার মানুষের মধ্যেই মাদকের উপস্থিত রয়েছে। এই মাদক ব্যবসায়ী ছোট বড় মিলে সারা বাংলাদেশে এক লক্ষ ৬৫ হাজার মানুষ জড়িত।
গোপনসূত্রে জানা যায়, রায়পুরা উপজেলায় চিহ্নিত তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী ছাড়া খলিল, ইসমাইল, রিপন, উজ্জ্বল, আক্তার হোসেন, ময়নুল, রতন জাকির, শাকিল, রবিউলসহ আরও নাম না জানা অনেকই ব্যবসার সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জমজমাট মহোৎসবে চালাচ্ছে।
এ বিষয়ে রায়পুরা থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল জব্বার বাংলা অ্যাফেয়ার্সকে বলেন, এই উপজেলায় চিহ্নিত ব্যবসায়ীদের তালিকা আছে। আমাদের পুলিশ প্রশাসন পূনরায় আরও শক্তিশালীভাবে কার্যক্রম শুরু করেছে। আমরা দ্রুত ব্যবসায়ীদেরকে অভিযান চালিয়ে যুবসমাজকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিকট থেকে শতভাগ রক্ষার জন্য নিয়মিত অভিযান পরিচালনা চালাবো।
এ বিষয়ে রায়পুরা থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল জব্বার বাংলা অ্যাফেয়ার্সকে বলেন, এই উপজেলায় চিহ্নিত ব্যবসায়ীদের তালিকা আছে। আমাদের পুলিশ প্রশাসন পূনরায় আরও শক্তিশালীভাবে কার্যক্রম শুরু করেছে। আমরা দ্রুত ব্যবসায়ীদেরকে অভিযান চালিয়ে যুবসমাজকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিকট থেকে শতভাগ রক্ষার জন্য নিয়মিত অভিযান পরিচালনা চালাবো।