রায়পুরায় আবারও গুলি-ককটেল বিস্ফোরণ | Bangla Affairs
০৬:৩৬ অপরাহ্ন, শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
প্রতিবাদে সড়কে আগুন ও যানবাহন চলাচল ব্যাহত

রায়পুরায় আবারও গুলি-ককটেল বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক, রায়পুরা
  • সময় ১১:১৬:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫
  • / 13

রায়পুরায় গুলি ও ককটেল বিস্ফোরণ

নরসিংদীর রায়পুরা উপজেলার অলিপুরা ইউনিয়নের ৬নং ওয়ার্ড সদস্য কাজল মিয়াকে লক্ষ্য করে আবারও গুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

গত শুক্রবার (৪ এপ্রিল) রাতে উপজেলার অলিপুরা ইউনিয়নের বোয়ালমারা-জাহাঙ্গীরনগর এলাকায় এ ঘটনা ঘটেছে। এর আগে গত ৩০ জানুয়ারি কাজল মেম্বারকে গুলি করে আহত করে দুর্বৃত্তরা।

ভুক্তভোগী কাজল মিয়া অলিপুরা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য। ইউপি মেম্বারের ওপর গুলির ঘটনায় রাত ৮ টার দিকে রায়পুরা-বারৈচা আঞ্চলিক সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করে যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে তার অনুসারী ও সমর্থকরা। ফলে কয়েক ঘন্টা সড়কটি দিয়ে যানবাহন চলাচল বন্ধ ছিলো।

স্থানীয়রা জানান, গতকাল সন্ধ্যায় মাগরিবের নামাজের পর উপজেলার জাহাঙ্গীরনগর এলাকা দিয়ে শরীরের প্রেসার মাপতে যান ইউপি সদস্য কাজল মিয়া। এসময় একটি চলন্ত কালো রংয়ের গাড়ি তার কাছে এসে গতিরোধ করে। টের পেয়ে ইউপি সদস্য কাজল মিয়া দৌড়ে চলে যাওয়ার সময় পেছন থেকে গুলি ও ককটেল ছুঁড়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। বাড়ির সামনে একটি অবিস্ফোরিত ককটেল পাওয়া গেছে।

খবর পেয়ে রাত ৮ টায় রায়পুরা থানার পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন রায়পুরা থানার তদন্ত কর্মকর্তা প্রবীর কুমার ঘোষ। যানবাহন চলাচল স্বাভাবিক করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন৷ ঘটনার ব্যাপারে তাৎক্ষনিক পুলিশের কোনো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এ ব্যাপারে ভুক্তভোগী ইউপি সদস্য কাজল মিয়া বলেন, দীর্ঘদিন যাবৎ জমিসংক্রান্ত বিষয় নিয়ে আলমগীর, মহসিনদের সাথে দ্বন্দ্ব চলছিলো। এরই জের ধরে একাধিকবার তারা আমার ওপর গুলি চালিয়েছে।গতকাল রাতে আমার শরীরের প্রেসার মাপতে যাওয়ার পর একটি কালো রঙয়ের গাড়ি আমার কাছে আসলে আমি দৌড়ে বাড়িতে ঢুকে যাই। এসময় তারা গুলি চালায়। গুলিটি আমার বাড়ির ওয়ালে লেগেছে এবং তারা কয়েকটি ককটেল বিস্ফোরণ করেছে।

শেয়ার করুন

প্রতিবাদে সড়কে আগুন ও যানবাহন চলাচল ব্যাহত

রায়পুরায় আবারও গুলি-ককটেল বিস্ফোরণ

সময় ১১:১৬:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫

নরসিংদীর রায়পুরা উপজেলার অলিপুরা ইউনিয়নের ৬নং ওয়ার্ড সদস্য কাজল মিয়াকে লক্ষ্য করে আবারও গুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

গত শুক্রবার (৪ এপ্রিল) রাতে উপজেলার অলিপুরা ইউনিয়নের বোয়ালমারা-জাহাঙ্গীরনগর এলাকায় এ ঘটনা ঘটেছে। এর আগে গত ৩০ জানুয়ারি কাজল মেম্বারকে গুলি করে আহত করে দুর্বৃত্তরা।

ভুক্তভোগী কাজল মিয়া অলিপুরা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য। ইউপি মেম্বারের ওপর গুলির ঘটনায় রাত ৮ টার দিকে রায়পুরা-বারৈচা আঞ্চলিক সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করে যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে তার অনুসারী ও সমর্থকরা। ফলে কয়েক ঘন্টা সড়কটি দিয়ে যানবাহন চলাচল বন্ধ ছিলো।

স্থানীয়রা জানান, গতকাল সন্ধ্যায় মাগরিবের নামাজের পর উপজেলার জাহাঙ্গীরনগর এলাকা দিয়ে শরীরের প্রেসার মাপতে যান ইউপি সদস্য কাজল মিয়া। এসময় একটি চলন্ত কালো রংয়ের গাড়ি তার কাছে এসে গতিরোধ করে। টের পেয়ে ইউপি সদস্য কাজল মিয়া দৌড়ে চলে যাওয়ার সময় পেছন থেকে গুলি ও ককটেল ছুঁড়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। বাড়ির সামনে একটি অবিস্ফোরিত ককটেল পাওয়া গেছে।

খবর পেয়ে রাত ৮ টায় রায়পুরা থানার পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন রায়পুরা থানার তদন্ত কর্মকর্তা প্রবীর কুমার ঘোষ। যানবাহন চলাচল স্বাভাবিক করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন৷ ঘটনার ব্যাপারে তাৎক্ষনিক পুলিশের কোনো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এ ব্যাপারে ভুক্তভোগী ইউপি সদস্য কাজল মিয়া বলেন, দীর্ঘদিন যাবৎ জমিসংক্রান্ত বিষয় নিয়ে আলমগীর, মহসিনদের সাথে দ্বন্দ্ব চলছিলো। এরই জের ধরে একাধিকবার তারা আমার ওপর গুলি চালিয়েছে।গতকাল রাতে আমার শরীরের প্রেসার মাপতে যাওয়ার পর একটি কালো রঙয়ের গাড়ি আমার কাছে আসলে আমি দৌড়ে বাড়িতে ঢুকে যাই। এসময় তারা গুলি চালায়। গুলিটি আমার বাড়ির ওয়ালে লেগেছে এবং তারা কয়েকটি ককটেল বিস্ফোরণ করেছে।