রায়পুরায় অবৈধ ট্রাক বন্ধে আগুন জ্বালিয়ে মানববন্ধন | Bangla Affairs
০২:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫, ১৭ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
রাস্তা সংস্কারের দাবি ও আল্টিমেটাম

রায়পুরায় অবৈধ ট্রাক বন্ধে আগুন জ্বালিয়ে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, রায়পুরা
  • সময় ০৪:২৬:৪০ অপরাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫
  • / 12

আগুন জ্বালিয়ে মানববন্ধন

নরসিংদীর রায়পুরায় পরিবেশ দূষণ, জন দুর্ভোগ, স্বাস্থ্য ঝুঁকি, বালু ব্যবসায় ব্যবহৃত অবৈধ যানবাহন থেকে পরিত্রাণ ও রাস্তা সংস্কারের দাবিতে সড়ক অবরোধ করে আগুন জ্বালিয়ে মানববন্ধন করেছে এলাকার কয়েকশতাধিক মানুষ।

শনিবার (২৯ মার্চ) দুপুরে উপজেলার পৌর শহরের পিটিআই সড়কে আলোকিত সমাজ এর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, আরমান শরিফ, মেজবাহ উদ্দিন বশির, সাহেদ আলম প্রমুখ।

এসময় বক্তারা বলেন, দীর্ঘদিন যাবত এই সড়কে অবৈধভাবে বালুবাহী ট্রাক (ট্রাক্টর) চলার কারণে সড়কে ধুলাবালি সৃষ্টি হচ্ছে। যার ফলে আশপাশের মানুষের স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে। উপজেলা সদরের সঙ্গে চরাঞ্চলের ছয়টি ইউনিয়নবাসীর যোগাযোগের প্রধান মাধ্যম রায়পুরা-পান্তশালা সড়ক। ট্রাক দিয়ে বালু আনা নেওয়া করায় সড়কের বিভিন্ন অংশে ভাঙন সৃষ্টি হয়েছে। রায়পুরা-পান্থশালা রাস্তাটির আশপাশে রয়েছে প্রাথমিক ট্রেনিং সেন্টার (পিটিআই), সাবরেজিস্ট্রার অফিস, রায়পুরা থানা, নরসিংদী সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ, হাফিজিয়া মাদ্রাসা, একাধিক ইউনিয়ন ভূমি অফিসসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনা।

 আগুন জ্বালিয়ে মানববন্ধন
আগুন জ্বালিয়ে মানববন্ধন

বক্তারা আগামী ১০ এপ্রিলের মধ্যে সড়কটির সংস্কার কাজ শুরু না হলে এরপর থেকে তারা সড়কে যান চলাচল স্থায়ী ভাবে বন্ধ করার আল্টিমেটাম দেন। এছাড়াও মানববন্ধন শেষ হওয়ার পর থেকে এই সড়কে যেনো কোনো বালুবাহী যান চলাচল না করে সেজন্য প্রশাসনের নিকট তারা জোর দাবি জানান।

মানববন্ধন শেষে মিছিল নিয়ে রায়পুরা থানা প্রাঙ্গণে আসলে রায়পুরা থানার অফিসার ইনচার্জ বিক্ষুব্ধ জনতার সামনেই রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে মুঠোফোনে যোগাযোগ করেন এবং তিনি বলেন, উপজেলা প্রশাসনের সাথে কথা হয়েছে। খুব শিগগরিই সড়কের সংস্কার শুরু হবে। আজকের পর থেকে এই রোডে কোনো বালুবাহী ট্রাক চলাচল হলে সবগুলো থানায় নিয়ে আসা হবে।

গণমাধ্যমকর্মীদের কাছে পাঠানো এক খুদে বার্তায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাসুদ রানা জানান, অবৈধ ট্রাক্টর বন্ধ ঘোষণা করা হয়েছে। রাস্তায় ইছার মাথা চললেই সিজ করে ডাম্পিংয়ের দিবে পুলিশ। রাস্তা সংস্কারের বিষয়ে ঈদের পরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। জনদুর্ভোগ লাঘবে সবসময় জনগণের পাশে উপজেলা প্রশাসন থাকবে।

শেয়ার করুন

রাস্তা সংস্কারের দাবি ও আল্টিমেটাম

রায়পুরায় অবৈধ ট্রাক বন্ধে আগুন জ্বালিয়ে মানববন্ধন

সময় ০৪:২৬:৪০ অপরাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫

নরসিংদীর রায়পুরায় পরিবেশ দূষণ, জন দুর্ভোগ, স্বাস্থ্য ঝুঁকি, বালু ব্যবসায় ব্যবহৃত অবৈধ যানবাহন থেকে পরিত্রাণ ও রাস্তা সংস্কারের দাবিতে সড়ক অবরোধ করে আগুন জ্বালিয়ে মানববন্ধন করেছে এলাকার কয়েকশতাধিক মানুষ।

শনিবার (২৯ মার্চ) দুপুরে উপজেলার পৌর শহরের পিটিআই সড়কে আলোকিত সমাজ এর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, আরমান শরিফ, মেজবাহ উদ্দিন বশির, সাহেদ আলম প্রমুখ।

এসময় বক্তারা বলেন, দীর্ঘদিন যাবত এই সড়কে অবৈধভাবে বালুবাহী ট্রাক (ট্রাক্টর) চলার কারণে সড়কে ধুলাবালি সৃষ্টি হচ্ছে। যার ফলে আশপাশের মানুষের স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে। উপজেলা সদরের সঙ্গে চরাঞ্চলের ছয়টি ইউনিয়নবাসীর যোগাযোগের প্রধান মাধ্যম রায়পুরা-পান্তশালা সড়ক। ট্রাক দিয়ে বালু আনা নেওয়া করায় সড়কের বিভিন্ন অংশে ভাঙন সৃষ্টি হয়েছে। রায়পুরা-পান্থশালা রাস্তাটির আশপাশে রয়েছে প্রাথমিক ট্রেনিং সেন্টার (পিটিআই), সাবরেজিস্ট্রার অফিস, রায়পুরা থানা, নরসিংদী সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ, হাফিজিয়া মাদ্রাসা, একাধিক ইউনিয়ন ভূমি অফিসসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনা।

 আগুন জ্বালিয়ে মানববন্ধন
আগুন জ্বালিয়ে মানববন্ধন

বক্তারা আগামী ১০ এপ্রিলের মধ্যে সড়কটির সংস্কার কাজ শুরু না হলে এরপর থেকে তারা সড়কে যান চলাচল স্থায়ী ভাবে বন্ধ করার আল্টিমেটাম দেন। এছাড়াও মানববন্ধন শেষ হওয়ার পর থেকে এই সড়কে যেনো কোনো বালুবাহী যান চলাচল না করে সেজন্য প্রশাসনের নিকট তারা জোর দাবি জানান।

মানববন্ধন শেষে মিছিল নিয়ে রায়পুরা থানা প্রাঙ্গণে আসলে রায়পুরা থানার অফিসার ইনচার্জ বিক্ষুব্ধ জনতার সামনেই রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে মুঠোফোনে যোগাযোগ করেন এবং তিনি বলেন, উপজেলা প্রশাসনের সাথে কথা হয়েছে। খুব শিগগরিই সড়কের সংস্কার শুরু হবে। আজকের পর থেকে এই রোডে কোনো বালুবাহী ট্রাক চলাচল হলে সবগুলো থানায় নিয়ে আসা হবে।

গণমাধ্যমকর্মীদের কাছে পাঠানো এক খুদে বার্তায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাসুদ রানা জানান, অবৈধ ট্রাক্টর বন্ধ ঘোষণা করা হয়েছে। রাস্তায় ইছার মাথা চললেই সিজ করে ডাম্পিংয়ের দিবে পুলিশ। রাস্তা সংস্কারের বিষয়ে ঈদের পরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। জনদুর্ভোগ লাঘবে সবসময় জনগণের পাশে উপজেলা প্রশাসন থাকবে।