রায়পুরাতে মামলার পর আবারও বৃদ্ধার বাড়িতে হামলা লুটপাট
- সময় ০৭:৪০:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪
- / 43
দাবিকৃত চাঁদা না দেয়ায় নরসিংদীর রায়পুরা উপজেলার অলিপুরা ইউনিয়নের বোয়ালমারা গ্রামের আব্দুল মোতালিবের স্ত্রী ফরিদা ইয়াসমিনকে তিন মাস ধরে নিজ বাড়িতে থাকতে পারছেন না বলে অভিযোগ করেছেন তিনি। এ বিষয়ে মামলার পর আবারও বৃদ্ধার বাড়িতে হামলা চালিয়ে লুটপাট করে নিয়ে গেছে সন্ত্রাসীরা।
অলিপুরা ইউনিয়নের সদস্য কাজল মিয়া গংয়ের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগও করেছেন ভুক্তভোগীর ফরিদা ইয়াসমিন।
সংবাদ সম্মেলন করে তিনি জানান, দীর্ঘ তিন মাস যাবৎ আমার পরিবারের সদস্যরা নিরীহ প্রকৃতি লোক বলেই ইউপি সদস্য কাজল মিয়ার প্রভাবে জোরপূর্বক ৪টি অলিখিত নন জুডিসিয়াল স্ট্যাম্পে স্বাক্ষরিত এবং কৃষি ব্যাংকে চেক নিয়া যায়। তাছাড়া সন্ত্রাসীবাহিনী দিয়ে আমার ঘরের মালামাল সহ ফলাদি গাছ কেটে নিয়ে যাইবে বলে হুমকি দেয়।
এই বিষয়ে রায়পুরা থানা ও বাংলাদেশ সেনাবাহিনী নরসিংদী জেলাকে জানালে জরুরি ভিত্তিতে আমাকে ও আমার পরিবারের সকল সদস্যকে উদ্ধার করে। বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিট্রেট আদালতে একটি মামলা করি। যা মামলা নং ১১২৯/২০২৪ ইং। উক্ত মামলা করার পর ইউপি সদস্য কাজল মিয়ার নেতৃত্বে গত মঙ্গলবার বিকালে আমার বসতবাড়িতে ভাংচুর দরজা জানালা, ইট ও মূল্যবান মালামাল লুটপাট করে।
এছাড়াও আমার ফসলি জমি ও পুকুর থেকে ভেকু মেশিন দিয়ে মাটি কেটে নিবে এবং আকাশি,কাঠাল,আম ও মেহগনি গাছ ৬০/৭০ টি কেটে নিবে বলে হুমকি দেয়। এলাকায় বিভিন্ন মানুষের কাছে বলাবলি করে আমাকে ও আমার স্বামীকে খুন করবে বলে হুমকি দেয়। এখন আমি ও আমার পরিবারের সদস্যরা আতংকের মধ্যে জীবনের নিরাপত্তাহীনতায় ভূগছি। উক্ত ঘটনার বিষয়ে এলাকাবাসী জানলেও তাদের ভয়ে কেউ প্রতিবাদ করার সাহস পাচ্ছে না।
এ বিষয়ে ইউপি সদস্য কাজল মিয়া জানান, আমি একজন জনপ্রতিনিধি ফরিদা ইয়াসমিনের বড় ছেলের নিকট থেকে মানুষ অনেক টাকা পাওনা। জনপ্রতিনিধি হিসেবে এই সমস্যা সমাধানের লক্ষ্য আমি প্রচেষ্টা চালাচ্ছি।
রায়পুরা থানার পুলিশ উপ-পরিদর্শক মোজাম্মেল হক জানান, এই বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমি দ্রুত আইনি পদক্ষেপ নিবো।