রায়পুরাতে গ্রামভিত্তিক ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হাইরমারা

- সময় ০৮:২৮:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫
- / 30
নরসিংদীর রায়পুরায় সামাজিক সংগঠন আলোকিত সমাজ-এর উদ্যোগে গ্রামভিত্তিক ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছে , হাইরমারা ক্রিকেট একাদশ। তাত্তাকান্দা ক্রিকেট একাদশকে ৪১ রানের ব্যবধানে হারিয়ে তারা চ্যাম্পিয়ন হয়েছেন।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য ও বাংলাদেশ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল। এছাড়া সভাপতিত্ব করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রাসেল মাহমুদ। টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক ও আলোকিত সমাজের সভাপতি আরমান শরীফ ছাড়াও ফাইনাল খেলা উদ্বোধন করেন গেজেটে এন্ড গেজেট কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো. তৌহিদুল হাসান।
এছাড়া বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সমাজসেবক আলহ্বাজ রাজিব মিয়া, ফেনী মহিলা কলেজের অধ্যাপক ও আলোকিত সমাজের উপদেষ্টা খলিলুর রহমান, সংগঠনের আরেক উপদেষ্টা ও রাজস্ব কর্মকর্তা জহিরুল ইসলাম জনি, আলোকিত সমাজের সিনিয়র সহ সভাপতি মনিরুল ইসলাম. সুপ্রিম কোর্টের আইনজীবী তৌহিদুল হাসান রতন, সহ সভাপতি কাজী আলম এবং হাছানুর ইমাম জুয়েল।

ফাইনাল খেলায় প্রথমে ব্যাট করে হাইরমারা ক্রিকেট একাদশ নির্ধারিত ২০ ওভারে অলআউট হওয়ার আগে ২১৪ রান সংগ্রহ করে। জবাব দিতে নেমে তাত্তাকান্দা একাদশ ১৫ ওভার ৩ বলে সব কয়টি উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৭৩ রান।
উল্লেখ্য, গেল ৮ মার্চ দুপুরে রায়পুরা আর.কে.আর.এম উচ্চ বিদ্যালয়ের মাঠে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। টুর্নামেন্টে উপজেলার বিভিন্ন এলাকার ১৬টি দল অংশগ্রহণ করছে: তাত্তাকান্দা ক্রিকেট একাদশ, থানাহাটি ক্রিকেট একাদশ, পশ্চিমপাড়া ক্রিকেট একাদশ, দলিলনগর ক্রিকেট একাদশ, ঈগল একাদশ, হরিপুর ক্রিকেট একাদশ, পান্থশালা সিটি স্পোর্টিং ক্লাব, ভেলুয়ারচর স্টার একাদশ, লোচনপুর ক্রিকেট একাদশ, আবদুল্লাপুর ক্রিকেট একাদশ, হাইরমারা ক্রিকেট একাদশ, চরধকুন্দি ক্রিকেট একাদশ, ভিটি মরজাল ক্রিকেট একাদশ, সওরাবাদ ক্রিকেট একাদশ, মেঘনা স্পোর্টিং ক্লাব এবং বীর মুক্তিযোদ্ধা শহীদ জহিরুল হক (দুদু) স্মৃতি সংসদ।
পুরো টুর্নামেন্টে আলোকিত সমাজের সাধারণ সম্পাদক ফারহিন আহমেদ, সহ-সাধারণ সম্পাদক সৈকত আহমেদ, ক্রীড়া সম্পাদক শাহীন সাগর মিয়া, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক আবুল বাসার ইমনসহ সংগঠনের অন্যান্য সদস্যরা নিরলস পরিশ্রম করে একটি সফল টুর্নামেন্ট উপহার দিয়েছেন বলে জানিয়েছেন ক্রিকেটারসহ এলাকাবাসী।