০৫:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

রামপুরায় অটোরিকশা গ্যারেজের আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক
  • সময় ১০:০০:১৩ পূর্বাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫
  • / 22

রামপুরায় অটোরিকশা গ্যারেজের আগুন নিয়ন্ত্রণে

ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে রাজধানীর রামপুরায় ফার্নিচার দোকানসহ সিএনজিচালিত অটোরিকশার গ্যারেজে আগুন। আজ (২৪ মার্চ) সোমবার ভোর সাড়ে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক (ঢাকা) কাজী নজমুজ্জামান আগুন নিয়ন্ত্রণের তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ভোর ৫টা ২৮ মিনিটের আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে একে একে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট। পরে সাড়ে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

স্থানীয়রা জানায়, ভোরে গ্যারেজে আগুন দেখতে পেয়ে খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসে। এসময় সংস্থাটির দুটি ইউনিট নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুন নিয়ন্ত্রণে না আসায় পরে আরও ইউনিট যোগ দেয়।

এদিকে, আগুনের ঘটনায় আতঙ্কে আশপাশের ভবনের বাসিন্দারা নিচে থেমে সড়কে অবস্থান নেয়।

তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। আগুনের ঘটনায় কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি।

শেয়ার করুন

রামপুরায় অটোরিকশা গ্যারেজের আগুন নিয়ন্ত্রণে

সময় ১০:০০:১৩ পূর্বাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫

ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে রাজধানীর রামপুরায় ফার্নিচার দোকানসহ সিএনজিচালিত অটোরিকশার গ্যারেজে আগুন। আজ (২৪ মার্চ) সোমবার ভোর সাড়ে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক (ঢাকা) কাজী নজমুজ্জামান আগুন নিয়ন্ত্রণের তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ভোর ৫টা ২৮ মিনিটের আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে একে একে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট। পরে সাড়ে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

স্থানীয়রা জানায়, ভোরে গ্যারেজে আগুন দেখতে পেয়ে খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসে। এসময় সংস্থাটির দুটি ইউনিট নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুন নিয়ন্ত্রণে না আসায় পরে আরও ইউনিট যোগ দেয়।

এদিকে, আগুনের ঘটনায় আতঙ্কে আশপাশের ভবনের বাসিন্দারা নিচে থেমে সড়কে অবস্থান নেয়।

তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। আগুনের ঘটনায় কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি।