রাত গভীরে বুটেক্স-পলিটেকনিক সংঘর্ষ থামেনি

- সময় ০১:৩০:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
- / 121
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) ও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের মধ্যে এখনো সংঘর্ষ চলছে। গত দুই ঘণ্টায় দুই প্রতিষ্ঠানের প্রায় আড়াই হাজার শিক্ষার্থী দফায় দফায় সংঘর্ষে জড়িয়েছেন।
রোববার (২৪ নভেম্বর) রাত ১০টার পর সংঘর্ষের সূত্রপাত হয়। রাত ১ টার দিকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত দুপক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ চলছিল।
সংঘর্ষস্থলে থাকা কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা যায়, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমানকে কিছুদিন আগে শিক্ষার্থীরা ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেন। তবে রোববার দুপুরে অধ্যক্ষ তার অনুসারী কিছু শিক্ষার্থী এবং শিক্ষকদের নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করেন। এসময় সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে অধ্যক্ষের পক্ষের কিছু শিক্ষার্থীর হাতাহাতির ঘটনা ঘটে।

শিক্ষার্থীরা জানান, রোববার দুপুরের এই ঘটনার বিষয়ে পরবর্তী করণীয় ঠিক করতে পলিটেকনিক ইনস্টিটিউটের লতিফ হলের পাশের রোডে শিক্ষার্থীরা বৈঠক করতে যান। তখন বুটেক্সের কিছু শিক্ষার্থীরা এসে পলিটেকনিকের শিক্ষার্থীদের এই স্থান থেকে সরে যেতে বলেন। কথা কাটাকাটির জেরে দুপক্ষের মধ্যে হাতাহাতি হয়। এরপরে সংঘর্ষ শুরু হয়।
দুই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাই বাঁশের লাঠি, রড, পাইপ নিয়ে সংঘর্ষে জড়ান। পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হলেও এখনো পরিস্থিতি নিয়ন্ত্রণ আসেনি। সংঘর্ষের ঘটনায় তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে।
শেয়ার করুন
-
সর্বশেষ
-
সর্বাধিক
Devoloped By: InnoSoln Limited