রাজশাহীতে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার | Bangla Affairs
০৪:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫, ৩০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

রাজশাহীতে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক
  • সময় ১১:৫৭:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫
  • / 29

রাজশাহীতে কিশোরের লাশ উদ্ধার

রাজশাহীতে রেজোয়ান ইসলাম রিজন নামে এক কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। রেজোয়ান নামের ওই কিশোর ১৬ দিন আগে নিখোঁজ হয়েছিল।

মামলার প্রধান আসামি পাপ্পুর দেওয়া তথ্যের ভিত্তিতে পর মঙ্গলবার বিকেলে নগরীর কাশিয়াডাঙ্গা থানা নগরপাড়া এলাকার তালপুকুর মহল্লার একটি অব্যবহৃত ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত রেজোয়ান মহানগরীর উপকণ্ঠ লিলি সিনেমা হল মোড়ের রিকশাচালক বাবু ইসলামের ছেলে।

রাজশাহী মহানগরীর দামকুড়া থানার ওসি রবিউল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন। এদিকে মরদেহ উদ্ধারের পর বিক্ষুব্ধ এলাকাবাসি মামলার আসামি পাপ্পুর বাড়িতে অগ্নিসংযোগ করেছেন। এসময় নিহত রেজোয়ানের নিকটাত্মীয় এবং প্রতিবেশিরা পাপ্পুসহ এ হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত সকলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পরে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। পুলিশ উত্তেজিত জনতাকে শান্ত করেন।

লাশ উদ্ধারের পর স্বজনদের আহাজারি
স্বজনদের আহাজারি

ওসি জানান, রেজোয়ানের বাবা বাবু ইসলাম একজন অটো রিকশাচালক। রেজোয়ানের স্কুল ছুটি থাকায় গত ২৩ মার্চ দুপুরে প্রতিবেশি পাপ্পু নামের এক যুবক জেলার গোদাগাড়ী উপজেলার কাকনহাটে তাকে নিয়ে যায়। এরপর রেজোয়ান আর বাড়ি ফিরেনি। অটোরিকশাও পাওয়া যায়নি। এ ঘটনায় ওই রাতেই রেজোয়ানের বাবা বাবু ইসলাম মামলা দায়ের করেন।

এরপর পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আসামি পাপ্পু, তার ভাই পিয়াস (২০), পার্শ্ববর্তী জেলার পবার উপজেলার হরিপুর এলাকার রাসেল (৪০), মানিক (২২) ও রিপনকে গ্রেফতার করে। গত সোমবার (৭ এপ্রিল) পুলিশ পাপ্পুসহ অন্য আসামিদের রিমান্ডে নেয়। পাপ্পু প্রথমে রিজনকে কোমল পানির সাথে ঘুমের ওষুধ মিশিয়ে খাইয়ে দেয়া হয়। এরপর অচেতন অবস্থায় তালপুকুর এলাকায় নির্মানাধীন ঘরে গলায় দড়ি পেঁচিয়ে ঝুলিয়ে রাখা হয়।

দামকুড়া থানার ওসি রবিউল ইসলাম জানান, রেজোয়ানের মুখ ইট দিয়ে থেঁতলে দেওয়া হয়েছে। লাশ পচে গন্ধ বের হচ্ছিল। তারা মূলত অটোরিকশাটি ছিনিয়ে নেওয়ার জন্যই এ ঘটনা ঘটিয়েছে-  জিঙ্গাসাবাদে তারা এমনটিই জানিয়েছে।

শেয়ার করুন

রাজশাহীতে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

সময় ১১:৫৭:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫

রাজশাহীতে রেজোয়ান ইসলাম রিজন নামে এক কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। রেজোয়ান নামের ওই কিশোর ১৬ দিন আগে নিখোঁজ হয়েছিল।

মামলার প্রধান আসামি পাপ্পুর দেওয়া তথ্যের ভিত্তিতে পর মঙ্গলবার বিকেলে নগরীর কাশিয়াডাঙ্গা থানা নগরপাড়া এলাকার তালপুকুর মহল্লার একটি অব্যবহৃত ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত রেজোয়ান মহানগরীর উপকণ্ঠ লিলি সিনেমা হল মোড়ের রিকশাচালক বাবু ইসলামের ছেলে।

রাজশাহী মহানগরীর দামকুড়া থানার ওসি রবিউল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন। এদিকে মরদেহ উদ্ধারের পর বিক্ষুব্ধ এলাকাবাসি মামলার আসামি পাপ্পুর বাড়িতে অগ্নিসংযোগ করেছেন। এসময় নিহত রেজোয়ানের নিকটাত্মীয় এবং প্রতিবেশিরা পাপ্পুসহ এ হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত সকলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পরে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। পুলিশ উত্তেজিত জনতাকে শান্ত করেন।

লাশ উদ্ধারের পর স্বজনদের আহাজারি
স্বজনদের আহাজারি

ওসি জানান, রেজোয়ানের বাবা বাবু ইসলাম একজন অটো রিকশাচালক। রেজোয়ানের স্কুল ছুটি থাকায় গত ২৩ মার্চ দুপুরে প্রতিবেশি পাপ্পু নামের এক যুবক জেলার গোদাগাড়ী উপজেলার কাকনহাটে তাকে নিয়ে যায়। এরপর রেজোয়ান আর বাড়ি ফিরেনি। অটোরিকশাও পাওয়া যায়নি। এ ঘটনায় ওই রাতেই রেজোয়ানের বাবা বাবু ইসলাম মামলা দায়ের করেন।

এরপর পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আসামি পাপ্পু, তার ভাই পিয়াস (২০), পার্শ্ববর্তী জেলার পবার উপজেলার হরিপুর এলাকার রাসেল (৪০), মানিক (২২) ও রিপনকে গ্রেফতার করে। গত সোমবার (৭ এপ্রিল) পুলিশ পাপ্পুসহ অন্য আসামিদের রিমান্ডে নেয়। পাপ্পু প্রথমে রিজনকে কোমল পানির সাথে ঘুমের ওষুধ মিশিয়ে খাইয়ে দেয়া হয়। এরপর অচেতন অবস্থায় তালপুকুর এলাকায় নির্মানাধীন ঘরে গলায় দড়ি পেঁচিয়ে ঝুলিয়ে রাখা হয়।

দামকুড়া থানার ওসি রবিউল ইসলাম জানান, রেজোয়ানের মুখ ইট দিয়ে থেঁতলে দেওয়া হয়েছে। লাশ পচে গন্ধ বের হচ্ছিল। তারা মূলত অটোরিকশাটি ছিনিয়ে নেওয়ার জন্যই এ ঘটনা ঘটিয়েছে-  জিঙ্গাসাবাদে তারা এমনটিই জানিয়েছে।