রমনায় আওয়ামী লীগ, ধানমন্ডিতে ছাত্রলীগ
- সময় ১০:১৭:২৬ পূর্বাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪
- / 112
শেখ হাসিনাসহ আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে হত্যা মামলা ও গণগ্রেফতারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে সংগঠনের শতাধিক নেতাকর্মীরা। সোমবার সকালে রমনার ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট থেকে হাইকোর্ট আন্তর্জাতিক ট্রাইব্যুনাল পর্যন্ত বিক্ষোভ মিছিল করে তারা। একই সঙ্গে নিষিদ্ধ বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরাও বিক্ষোভ মিছিল করেছে ধানমন্ডির ২৭ নাম্বারে।
রমনার বিক্ষোভ মিছিলে ‘শেখ শেখ শেখ মুজিব, লও লও লও সালাম; কে বলেছে মুজিব নাই, মুজিব সারা বাংলায়; অবৈধ সরকার, মানি না মানবো না; শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই; চলছে লড়াই চলবে, শেখ হাসিনা লড়বে; শেখ হাসিনা বাংলাদেশে আসবে ফিরে বীরের বেশে’ এসব স্লোগান দিতে থাকেন।
বিক্ষোভ মিছিল শেষে আওয়ামী লীগ নেতারা বলেন, “অবৈধ অসাংবিধানিক সরকার, ট্রাইব্যুনালে অবৈধ অসাংবিধানিক অভিযোগ, শেখ হাসিনার বিরুদ্ধে অবৈধ মামলা, ৭মার্চের দিবস বাতিল, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস বাতিল, বঙ্গভবন থেকে বঙ্গবন্ধুর ছবি সরানো এবং সারাদেশে আওয়ামী লীগের নেতাকর্মিদের গণ মামলা ও গণগ্রেফতারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাই। আমরা বর্তমান অবৈধ সরকারকে হুশিয়ার করে দিতে চাই, অভিলম্বে এসব অবৈধ সিদ্ধান্ত প্রত্যাহার করুন। বাংলাদেশের জনগণ আপনাদের এসব সিদ্ধান্ত মানে না। ”
এ সময় কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ কমিটির সদস্য মো. জহিরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা মো. মুকিব মিয়া, নাবেদ আহমেদ নব, পরাগ প্রান্ত, শুভ, রবিউল ইসলাম, মিলন, স্বপন, পিরোজপুর সদর উপজেলার সাবেক চেয়ারম্যান এ এম বায়েজিদ উপস্থিত ছিলেন।
এদিকে, নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরাও একই দাবিতে রাজধানীর ধানমন্ডি ২৭ নাম্বারে মিছিল করেছে। বাংলাদেশ ছাত্রলীগের প্রচার সম্পাদক মো: তরিকুল ইসলাম তারেকের নেতৃত্বে বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি মিজানুর রহমান জনি, ইডেন কলেজ ছাত্রলীগের সভাপতি ও কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি তামান্না জেসমিন রিভা, উপ-শিক্ষা ও পাঠচক্র বিষয়ক রিয়াজুল ইসলাম, উপ-মানবাধিকার সম্পাদক সেলিম রেজা, উপ-ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক আদনান হাবিব খান (আদর), ইডেন কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিতু, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শাকিল, উপ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান দিপু, উপ-আইন বিষয়ক সম্পাদক শেখ রওনক আহমেদ, ঢাকা কলেজ ছাত্রলীগের কর্মী জাহিদ হাসান, ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের কর্মী মাহবুব, গাইবান্ধা জেলা ছাত্রলীগের সহ সভাপতি পিয়াস, জয়পুরহাট জেলা ছাত্রলীগের কর্মী হামিম মোল্লা প্রমুখ।