রমজানে ৩০ টাকা দরে তিন লাখ টন চাল বিক্রি

- সময় ০১:২০:৪২ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৫
- / 36
আগামী রমজান মাসকে সামনে রেখে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় মার্চ ও এপ্রিল দুই মাসে মোট ৩ লাখ টন চাল বিক্রি করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ভর্তুকি মূল্যে এই চাল ৫০ লাখ পরিবার প্রতি কেজি ৩০ টাকা দরে ১৫ কেজি করে এই চাল পাবে।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের দ্বিতীয় দিনের খাদ্য ও ভূমি মন্ত্রণালয় সংক্রান্ত প্রথম অধিবেশন শেষে খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার এ তথ্য জানান।
তিনি আরও জানান, টিসিবির মাধ্যমে আরও ৫০ লাখ টন চাল বিতরণ করা হবে। ওএমএসের মাধ্যমে আরও এক লাখ টন চাল দেওয়া হবে। ঈদ উপলক্ষে এক কোটি পরিবার ১০ কেজি করে চাল বিনামূল্যে পাবে।
খাদ্য উপদেষ্টা আরও বলেন, রমজান মাসে খাদ্যশস্যের বিশাল পরিমাণ বিতরণ সুলভ মূল্যে এবং ক্ষেত্রবিশেষে বিনামূল্যে করা হবে। তিনি ডিসিদের নির্দেশ দিয়েছেন যেন সুশৃঙ্খলভাবে এই কার্যক্রম পরিচালনা করা হয়।
আলী ইমাম মজুমদার বলেন, এসব চাল বাজারে মূল্য নিয়ন্ত্রণে সহায়ক ভূমিকা রাখবে। এই বিতরণ কার্যক্রম বিভিন্ন কর্তৃপক্ষ পরিচালনা করবে, তবে এর তদারকি করবেন জেলা প্রশাসক (ডিসি)।
এ সময় খাদ্য ও ভূমি মন্ত্রণালয়ের সচিব এবং দুই মন্ত্রণালয়ের অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শেয়ার করুন
-
সর্বশেষ
-
সর্বাধিক
Devoloped By: InnoSoln Limited