রংপুরকে কাঁদিয়ে কোয়ালিফায়ারে খুলনা

- সময় ০৬:২২:২৭ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারি ২০২৫
- / 41
এবারের বিপিএল থেকে রংপুর রাইডার্সকে কাঁদিয়ে কোয়ালিয়ারে জায়গা করে দিয়েছে মেহেদী হাসান মিরাজের খুলনা টাইগার্স। মিরপুরে শেরে বাংলায় এলিমিনেটরের এই ম্যাচে খুলনার সামনে দাঁড়াতেই পারেনি রংপুর রাইডার্স।
৯ উইকেটের বিশাল ব্যবধানে জয় তুলে নিয়েছে মিরাজের দল। টস জিতে প্রথমে ব্যাট করার সিধান্ত নিয়েছিলেন নুরুল হাসান সোহানের দল।
কিন্তু নাসুম-মিরাজের বোলিং তোপের মুখে ৮৫ রানেই গুটিয়ে যায় রংপুর। সর্বোচ্চ ৩২ রানের ইনিংসটি খেলেন পাকিস্তানি বোলার আকিফ জাবেদ। এছাড়া সোহান করেন দ্বিতীয় সর্বোচ্চ রান ২৫ বলে ২৩ রান। অন্য কোনো ব্যাটসম্যান দুই অংকের স্কোর স্পর্শ করতে পারেনি।

খুলনার হয়ে ৪ ওভার করে বোলিং করে মেহেদী মিরাজ ১০ রান এবং নাসুম আহমেদ ১৬ রান খরচায় ৩ টি করে উইকেট শিকার করেন।
৮৬ রানের সহজ লক্ষ্যে ব্যাট করতে নামা খুলনা প্রথম ওভারেই মেহেদী হাসান মিরাজকে হারায়। তাকে বোল্ড করে সাজঘরে ফেরান আকিভ। রংপুর শিবিরের আনন্দ বলতে শুধু এটুকুই। এরপর মোহাম্মদ নাঈম শেখ ও অ্যালেক্স রসের ব্যাটে আর কোনো উইকেট না হারিয়েই ৫৮ বল হাতে রেখে জয় নিয়ে মাঠ ছাড়ে খুলনা। নাঈম শেখ ৩৩ বলে ৪৮ ও রস ২৭ বলে ২৯ রানে অপরাজিত থাকেন।
অসাধারণ বোলিং নৈপুুণ্যের কারণে ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন বাঁ-হাতি স্পিনার নাসুম আহমেদ। ৪ ওভার বোলিং করে ১ মেডেন সহ ১৬ রান খরচ করে রংপুর রাইডার্সের ব্যাটিংয়ের মেরুদণ্ড একাই গুড়িয়ে দেন নাসুম।
শেয়ার করুন
-
সর্বশেষ
-
সর্বাধিক
Devoloped By: InnoSoln Limited