যে বয়সে সুগার মাম্মি হতে চান নায়িকা সুবাহ!
- সময় ১১:৫৮:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫
- / 11
নায়িকা হুমায়রা সুবাহ পরিচিত হয়েছিলেন যতটা সিনেমা দিয়ে, তার চেয়ে বেশি ক্রিকেটার নাসিরের সাথে কেলেংকারির পর। এবার তিনি অন্য বিষয়ে আলোচনায় এসেছেন। মূলত নিজেকে সুগার মাম্মি হতে চান বলে দাবি করেছেন।
একসময় ক্রিকেটার নাসির হোসেনের সঙ্গে সম্পর্কের কারণে আলোচনায় ছিলেন হুমায়রা সুবাহ। এরপর নাম লেখান শোবিজে। এখন অভিনয়ের পাশাপাশি গানও করেন তিনি। সদ্যই মুক্তি পেয়েছে তার নতুন গান ‘আমি তোমায় দিলাম’।
গানটির সংবাদ সম্মেলনে হাজির হয়ে গানের পাশাপাশি ব্যক্তিগত বিষয়েও কথা বলেন সুবাহ। সেখানে জানান, ভবিষ্যতে সুগার মাম্মি হতে চান তিনি!
এসময় সুবাহ বলেন, ‘আমার বয়স ৪০ পার করার পর সুগার মাম্মি হতে চাই।’ যারা সুগার মাম্মির ছেলে হতে চায় তারা চল্লিশের পরে বুকিং দিতে পারেন বলেও ঠাট্টা করেন সুবাহ।
সুবাহ’র এই খোলামেলা এই মন্তব্য সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচনার জন্ম দিয়েছে। ভক্তরা যেমন বিষয়টি মজা হিসেবে নিয়েছেন, তেমনি অনেকেই তার এই খোলামেলা বক্তব্যের প্রশংসা করছেন।
‘বসন্ত বিকেল’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন সুবাহ। রফিক শিকদার পরিচালিত এ সিনেমায় তার বিপরীতে ছিলেন চিত্রনায়ক শিপন মিত্র। তিনি সিনেমার চেয়ে ব্যক্তিজীবন জীবন নিয়েই বরাবরই আলোচনায় এসেছেন। সাবেক ক্রিকেটার নাসিরের পর গায়ক ইলিয়াসের সঙ্গে সম্পর্কে জড়ান এবং বিয়ে করেন। কিন্তু সেই সম্পর্কও টেকসই হয়নি।
শেয়ার করুন
-
সর্বশেষ
-
সর্বাধিক
Devoloped By: InnoSoln Limited