ঢাকা ০১:৫২ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫, ৩০ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

যে পণ্য নিয়ে ভারত থেকে জাহাজ আসলো চট্টগ্রামে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
  • সময় ১১:০৬:২৭ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫
  • / 22

ভারতীয় জাহাজ

পাকিস্তান থেকে ২ টি জাহাজ সরাসরি করাচি থেকে চট্টগ্রামে এসেছে। পাকিস্তানি জাহাজকে ঘিরে দেশবাসী বিশেষ করে গণমাধ্যমের আগ্রহও ছিল বেশ। তবে ভারত থেকে জাহাজ আসার পর তেমন কোনো আগ্রহ দেখা যাচ্ছে না। তবে ভারত থেকে আসা জাহাজে কি পণ্য বাংলাদেশে এসেছে, তা নিয়ে যথেষ্ট আগ্রহ তৈরি হয়েছে। বাংলা অ্যাফেয়ার্সের পক্ষ থেকে এসব বিষয় নিয়ে কথা হয়েছে চট্টগ্রাম বন্দরে কর্মরত মনিরুল আহমেদ নুরুল নামের এক কর্মকর্তার সঙ্গে।

তিনি জানিয়েছেন, ভারত থেকে ২৬ হাজার ৯৩৫ টন চাল নিয়ে দ্বিতীয় দফায় চট্টগ্রাম বন্দরে ভিড়েছে ‘এমভি এসডিআর ইউভার্স’ নামের একটি জাহাজ। রোববার (১২ জানুয়ারি) বেলা ১১টায় বন্দরের ১০ নম্বর জেটিতে তা প্রবেশ করে। এর আগে শনিবার (১১ জানুয়ারি) রাতে জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছায়।

বিষয়টি নিশ্চিত করেছেন খাদ্য অধিদপ্তর চট্টগ্রামের চলাচল ও সংরক্ষণ নিয়ন্ত্রক জ্ঞানপ্রিয় বিদূর্শী চাকমা। তিনি বলেন, রোববার সকাল ১১টায় জাহাজটি চট্টগ্রাম বন্দরের ১০ নম্বর জেটিতে ভিড়েছে। ভারত থেকে আমদানির অংশ হিসেবে দ্বিতীয় চালানে এসব চাল এসেছে। জাহাজটি এসেছে ভারতের কাকিনাড়া বন্দর থেকে।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের আমলে দ্বিতীয়বারের মতো ভারত থেকে চালের চালান এলো। এর আগে গত ২৫ ডিসেম্বর ভারতের বন্দর থেকে ২৪ হাজার ৬৯০ টন সিদ্ধ চাল নিয়ে ‘এমভি টানিস ড্রিম’ চট্টগ্রাম বন্দরে আসে।

জানা যায়, চালের বাজারের চলমান অস্থিরতা নিয়ন্ত্রণে মঙ্গলবার (০৭ জানুয়ারি) ভারত থেকে আরও ৫০ হাজার টন নন-বাসমতি চাল কেনার প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। ভারতের বাগাদিয়া ব্রাদার্স নামের একটি কোম্পানির কাছ থেকে এ চাল কিনতে খরচ পড়বে ২৭৫ কোটি ৩০ লাখ ৪০ হাজার টাকা।

শেয়ার করুন

যে পণ্য নিয়ে ভারত থেকে জাহাজ আসলো চট্টগ্রামে

সময় ১১:০৬:২৭ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫

পাকিস্তান থেকে ২ টি জাহাজ সরাসরি করাচি থেকে চট্টগ্রামে এসেছে। পাকিস্তানি জাহাজকে ঘিরে দেশবাসী বিশেষ করে গণমাধ্যমের আগ্রহও ছিল বেশ। তবে ভারত থেকে জাহাজ আসার পর তেমন কোনো আগ্রহ দেখা যাচ্ছে না। তবে ভারত থেকে আসা জাহাজে কি পণ্য বাংলাদেশে এসেছে, তা নিয়ে যথেষ্ট আগ্রহ তৈরি হয়েছে। বাংলা অ্যাফেয়ার্সের পক্ষ থেকে এসব বিষয় নিয়ে কথা হয়েছে চট্টগ্রাম বন্দরে কর্মরত মনিরুল আহমেদ নুরুল নামের এক কর্মকর্তার সঙ্গে।

তিনি জানিয়েছেন, ভারত থেকে ২৬ হাজার ৯৩৫ টন চাল নিয়ে দ্বিতীয় দফায় চট্টগ্রাম বন্দরে ভিড়েছে ‘এমভি এসডিআর ইউভার্স’ নামের একটি জাহাজ। রোববার (১২ জানুয়ারি) বেলা ১১টায় বন্দরের ১০ নম্বর জেটিতে তা প্রবেশ করে। এর আগে শনিবার (১১ জানুয়ারি) রাতে জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছায়।

বিষয়টি নিশ্চিত করেছেন খাদ্য অধিদপ্তর চট্টগ্রামের চলাচল ও সংরক্ষণ নিয়ন্ত্রক জ্ঞানপ্রিয় বিদূর্শী চাকমা। তিনি বলেন, রোববার সকাল ১১টায় জাহাজটি চট্টগ্রাম বন্দরের ১০ নম্বর জেটিতে ভিড়েছে। ভারত থেকে আমদানির অংশ হিসেবে দ্বিতীয় চালানে এসব চাল এসেছে। জাহাজটি এসেছে ভারতের কাকিনাড়া বন্দর থেকে।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের আমলে দ্বিতীয়বারের মতো ভারত থেকে চালের চালান এলো। এর আগে গত ২৫ ডিসেম্বর ভারতের বন্দর থেকে ২৪ হাজার ৬৯০ টন সিদ্ধ চাল নিয়ে ‘এমভি টানিস ড্রিম’ চট্টগ্রাম বন্দরে আসে।

জানা যায়, চালের বাজারের চলমান অস্থিরতা নিয়ন্ত্রণে মঙ্গলবার (০৭ জানুয়ারি) ভারত থেকে আরও ৫০ হাজার টন নন-বাসমতি চাল কেনার প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। ভারতের বাগাদিয়া ব্রাদার্স নামের একটি কোম্পানির কাছ থেকে এ চাল কিনতে খরচ পড়বে ২৭৫ কোটি ৩০ লাখ ৪০ হাজার টাকা।