যে চিঠি দিয়ে চাকরি হারালেন এক হাজার ইসরায়েলি সেনা

- সময় ০২:৫৩:১৭ অপরাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫
- / 13
ফিলিস্তিনের গাজায় যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে খোলা চিঠিতে স্বাক্ষরের জেরে প্রায় এক হাজার রিজার্ভ সেনাকে বরখাস্ত করেছে ইসরায়েলি সেনাবাহিনী।
দেশটির সেনাপ্রধান জেনারেল আইয়াল জামির গত বৃহস্পতিবার এই বরখাস্তের সিদ্ধান্ত অনুমোদন করেন। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর এ তথ্য জানিয়েছে।
সপ্তাহের শুরুতে ইসরায়েলি বিমানবাহিনীর (আইএএফ) শত শত রিজার্ভ সদস্য একটি খোলা চিঠিতে স্বাক্ষর করেন, যেখানে গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানানো হয়। চিঠিতে তারা দাবি করেন, এই যুদ্ধ নিরাপত্তার জন্য নয় বরং এটি রাজনৈতিক ও ব্যক্তিগত স্বার্থে পরিচালিত হচ্ছে।
চিঠিতে আরও বলা হয়, চলমান যুদ্ধের মাধ্যমে নয়, বরং কূটনৈতিক সমাধানের মাধ্যমেই জিম্মিদের মুক্ত করা সম্ভব।
ইসরায়েলি সেনাপ্রধান এই চিঠিকে ‘গুরুতর অপরাধ’ বলে উল্লেখ করেছেন। তার মতে, ‘যারা এমন বিবৃতি দিয়েছেন, তারা সেনাবাহিনীতে ফেরার যোগ্য নন। প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজও চিঠির নিন্দা জানিয়ে বলেন, এটি যুদ্ধের বৈধতাকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা।
ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়, চিঠিতে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ের বেশ কয়েকজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা, যাদের মধ্যে আছেন সাবেক সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল (অব.) ড্যান হালুৎস, সাবেক বিমানবাহিনী প্রধান মেজর জেনারেল (অব.) নিমরড শেফার এবং সাবেক বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের প্রধান কর্নেল (অব.) নেরি ইয়ারকোনি।
চিঠিতে তারা যুদ্ধ বন্ধ করে বন্দিদের ফিরিয়ে আনতে ইসরায়েলি নাগরিকদের সর্বাত্মক চাপ সৃষ্টির আহ্বান জানান।
ইসরায়েলি সেনাবাহিনীর তথ্য অনুযায়ী, স্বাক্ষরকারী প্রায় ১০ শতাংশ এখনো সক্রিয় রিজার্ভ ডিউটিতে রয়েছেন, বাকি সদস্যরা অবসরপ্রাপ্ত বা সাবেক সেনা।
শেয়ার করুন
-
সর্বশেষ
-
সর্বাধিক
Devoloped By: InnoSoln Limited