ঢাকা ০৯:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

যে কাজ না করলে সুষ্ঠু ভোট করা সম্ভব নয়

নিজস্ব প্রতিবেদক
  • সময় ০১:৩৫:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪
  • / 26

ভোট

রাজনৈতিক দলগুলোর ক্রমাগত চাপ রয়েছে আগামী জাতীয় নির্বাচন নিয়ে। সেক্ষেত্রে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করতে পারবে কিনা? তা নিয়েও রয়েছে আলোচনা। ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বতীকালীন সরকার নির্বাচন নিয়ে রোডম্যাপ চূড়ান্তভাবে এখনো ঘোষণা করেনি। তবে নতুন করে নির্বাচন কমিশন গঠনের পর থেকেই কবে হবে নির্বাচন তা নিয়ে শুরু হয়েছে জল্পনা-কল্পনা। বিএনপি ও জামায়াতের সঙ্গে প্রধান উপদেষ্টা বৈঠকও করেছেন। রাজনৈতিক দলগুলো প্রয়োজনীয় সংস্কার শেষ করে যৌক্তিক দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দেয়ার তাগিদ অব্যাহত রেখেছে।

সেখানে সরকার সাহায্য না করলে একটি নিরপেক্ষ নির্বাচন কমিশনেরও (ইসি) সুষ্ঠু ভোট আয়োজন করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম।

বদিউল আলম মজুমদার
বদিউল আলম মজুমদার

শুক্রবার (২৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এফডিসিতে ‘সুষ্ঠু নির্বাচনের জন্য ইসি, প্রার্থী ও নাগরিকের ভূমিকা’ নিয়ে ছায়া সংসদে তিনি এই মন্তব্য করেন।

বদিউল আলম বলেন, ‘গত ৩ নির্বাচনে যারা নির্বাচনী অপরাধ করেছেন তাদের শাস্তির আওতায় আনা উচিত। সবচেয়ে বড় অপরাধ করেছে নির্বাচন কমিশন।’ গণমাধ্যম প্রসঙ্গে সংস্কার কমিশনের প্রধান বলেন, ‘নির্বাচনে গণমাধ্যমের ভূমিকা গুরুত্বপূর্ণ। কিন্তু গত তিন নির্বাচনে কেউ কেউ ইচ্ছা করে সত্য বলেনি। আবার কাউকে কাউকে বাধ্যও করা হয়েছিল সত্য না বলতে।’ নতুন নির্বাচন কমিশন প্রসঙ্গে তিনি বলেন, ‘বৃক্ষ তার ফলে পরিচয়। তবে এই ইসির জন্য বড় চ্যালেঞ্জ নাই। কারণ, গতবারের মত ক্ষমতাসীন রাজনৈতিক দলের চাপ নাই। নারী ভোটার ও প্রবাসী ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করা নির্বাচন কমিশনের জন্য চ্যালেঞ্জ হতে পারে বলেও মন্তব্য করেন সংস্কার কমিশন প্রধান।

শেয়ার করুন

যে কাজ না করলে সুষ্ঠু ভোট করা সম্ভব নয়

সময় ০১:৩৫:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪

রাজনৈতিক দলগুলোর ক্রমাগত চাপ রয়েছে আগামী জাতীয় নির্বাচন নিয়ে। সেক্ষেত্রে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করতে পারবে কিনা? তা নিয়েও রয়েছে আলোচনা। ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বতীকালীন সরকার নির্বাচন নিয়ে রোডম্যাপ চূড়ান্তভাবে এখনো ঘোষণা করেনি। তবে নতুন করে নির্বাচন কমিশন গঠনের পর থেকেই কবে হবে নির্বাচন তা নিয়ে শুরু হয়েছে জল্পনা-কল্পনা। বিএনপি ও জামায়াতের সঙ্গে প্রধান উপদেষ্টা বৈঠকও করেছেন। রাজনৈতিক দলগুলো প্রয়োজনীয় সংস্কার শেষ করে যৌক্তিক দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দেয়ার তাগিদ অব্যাহত রেখেছে।

সেখানে সরকার সাহায্য না করলে একটি নিরপেক্ষ নির্বাচন কমিশনেরও (ইসি) সুষ্ঠু ভোট আয়োজন করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম।

বদিউল আলম মজুমদার
বদিউল আলম মজুমদার

শুক্রবার (২৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এফডিসিতে ‘সুষ্ঠু নির্বাচনের জন্য ইসি, প্রার্থী ও নাগরিকের ভূমিকা’ নিয়ে ছায়া সংসদে তিনি এই মন্তব্য করেন।

বদিউল আলম বলেন, ‘গত ৩ নির্বাচনে যারা নির্বাচনী অপরাধ করেছেন তাদের শাস্তির আওতায় আনা উচিত। সবচেয়ে বড় অপরাধ করেছে নির্বাচন কমিশন।’ গণমাধ্যম প্রসঙ্গে সংস্কার কমিশনের প্রধান বলেন, ‘নির্বাচনে গণমাধ্যমের ভূমিকা গুরুত্বপূর্ণ। কিন্তু গত তিন নির্বাচনে কেউ কেউ ইচ্ছা করে সত্য বলেনি। আবার কাউকে কাউকে বাধ্যও করা হয়েছিল সত্য না বলতে।’ নতুন নির্বাচন কমিশন প্রসঙ্গে তিনি বলেন, ‘বৃক্ষ তার ফলে পরিচয়। তবে এই ইসির জন্য বড় চ্যালেঞ্জ নাই। কারণ, গতবারের মত ক্ষমতাসীন রাজনৈতিক দলের চাপ নাই। নারী ভোটার ও প্রবাসী ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করা নির্বাচন কমিশনের জন্য চ্যালেঞ্জ হতে পারে বলেও মন্তব্য করেন সংস্কার কমিশন প্রধান।