ঢাকা ০৯:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

যে অভিযোগ নিয়ে বিএনপিতে ক্ষোভ!

নিউজ ডেস্ক
  • সময় ১০:৪৭:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪
  • / 40

বিএনপির ক্ষোভ

বাংলাদেশে “রাজনৈতিক দলগুলো সরকারকে ব্যর্থ প্রমাণ করতে চেষ্টা করছে,” সরকারের একজন উপদেষ্টার এমন মন্তব্যকে ‘রাজনীতিবিরোধী’ বলে অভিহিত করেছেন বিএনপি মহাসচিব।

কয়েক মাসে জুলাই অভ্যুত্থানের মিত্রদের মধ্যে বিভিন্ন ইস্যুতে মতবিভেদ সামনে এলেও সরকারকে ‘ব্যর্থ প্রমাণের চেষ্টার’ সরাসরি অভিযোগ এর আগে শোনা যায়নি।

বুধবার অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মো. নাহিদ ইসলামে সঙ্গে বৈঠকে একটি বিদেশি প্রতিনিধি দলের পক্ষ থেকে সংস্কার ও নির্বাচন সম্পর্কে জানতে চাওয়া হয়।

এ সময় মি. ইসলাম বলেন, রাজনৈতিক দলগুলো চাচ্ছে তাদের অধীনে সংস্কার হোক। তাই তারা বর্তমান অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করার চেষ্টা করছে। তারা সংস্কারের পরিবর্তে নির্বাচনকে বেশি প্রাধান্য দিচ্ছে।

মন্ত্রণালয় থেকে পাঠানো একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছিল।

সংবাদটি প্রকাশের পর বিজ্ঞপ্তি পাঠানো জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ জসীম উদ্দিনকে তার দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে।

জসীম উদ্দিন বলেছেন, তথ্য উপদেষ্টা ওই কথা বলেননি। তিনি (জসীম) অসাবধানতা বশত ভুল বক্তব্য দিয়ে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়েছিলেন।

অবশ্য, আগের বার্তাটি নাকচ করে মন্ত্রণালয় থেকে নতুন কোনো বক্তব্যও পাওয়া যায়নি।

নাহিদ ইসলামকে একাধিকবার ফোন করা হলেও তাকে পাওয়া যায়নি।

তবে, মন্ত্রণালয়ের আরেকজন কর্মকর্তা বলেন, এ বিষয়ে উপদেষ্টার বক্তব্যই চূড়ান্ত বলে ধরে নিতে হবে।

“কারণ তিনি গণমাধ্যমের উদ্দেশে কোনো কথা বলেননি। একান্ত বৈঠকে কথা বলেছেন,” যোগ করেন ওই কর্মকর্তা।

তথ্য উপদেষ্টা ‘ব্যর্থ প্রমাণের চেষ্টার’ সঙ্গে সংশ্লিষ্ট হিসেবে কোনো নির্দিষ্ট দলের নাম বলেন নি। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বক্তব্য থেকে স্পষ্ট যে এটি বিএনপিকে উদ্দেশ করেই বলা হয়েছে।

তাছাড়া, ওই বক্তব্যের প্রেক্ষিতে বিএনপি’র তরফে আসা প্রতিক্রিয়াগুলোও একই ধারণা দেয়।

বিএনপি বলছে, সংস্কারের ক্ষেত্রে তারা সরকারকে সহযোগিতা করছে।

অন্যদিকে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, সংস্কার প্রস্তাব নিয়ে রাজনৈতিক দলের সাথে মতের ফারাক থাকলেও এতে জটিলতা হবে না।

সূত্র: বিবিসি বাংলা

শেয়ার করুন

যে অভিযোগ নিয়ে বিএনপিতে ক্ষোভ!

সময় ১০:৪৭:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪

বাংলাদেশে “রাজনৈতিক দলগুলো সরকারকে ব্যর্থ প্রমাণ করতে চেষ্টা করছে,” সরকারের একজন উপদেষ্টার এমন মন্তব্যকে ‘রাজনীতিবিরোধী’ বলে অভিহিত করেছেন বিএনপি মহাসচিব।

কয়েক মাসে জুলাই অভ্যুত্থানের মিত্রদের মধ্যে বিভিন্ন ইস্যুতে মতবিভেদ সামনে এলেও সরকারকে ‘ব্যর্থ প্রমাণের চেষ্টার’ সরাসরি অভিযোগ এর আগে শোনা যায়নি।

বুধবার অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মো. নাহিদ ইসলামে সঙ্গে বৈঠকে একটি বিদেশি প্রতিনিধি দলের পক্ষ থেকে সংস্কার ও নির্বাচন সম্পর্কে জানতে চাওয়া হয়।

এ সময় মি. ইসলাম বলেন, রাজনৈতিক দলগুলো চাচ্ছে তাদের অধীনে সংস্কার হোক। তাই তারা বর্তমান অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করার চেষ্টা করছে। তারা সংস্কারের পরিবর্তে নির্বাচনকে বেশি প্রাধান্য দিচ্ছে।

মন্ত্রণালয় থেকে পাঠানো একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছিল।

সংবাদটি প্রকাশের পর বিজ্ঞপ্তি পাঠানো জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ জসীম উদ্দিনকে তার দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে।

জসীম উদ্দিন বলেছেন, তথ্য উপদেষ্টা ওই কথা বলেননি। তিনি (জসীম) অসাবধানতা বশত ভুল বক্তব্য দিয়ে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়েছিলেন।

অবশ্য, আগের বার্তাটি নাকচ করে মন্ত্রণালয় থেকে নতুন কোনো বক্তব্যও পাওয়া যায়নি।

নাহিদ ইসলামকে একাধিকবার ফোন করা হলেও তাকে পাওয়া যায়নি।

তবে, মন্ত্রণালয়ের আরেকজন কর্মকর্তা বলেন, এ বিষয়ে উপদেষ্টার বক্তব্যই চূড়ান্ত বলে ধরে নিতে হবে।

“কারণ তিনি গণমাধ্যমের উদ্দেশে কোনো কথা বলেননি। একান্ত বৈঠকে কথা বলেছেন,” যোগ করেন ওই কর্মকর্তা।

তথ্য উপদেষ্টা ‘ব্যর্থ প্রমাণের চেষ্টার’ সঙ্গে সংশ্লিষ্ট হিসেবে কোনো নির্দিষ্ট দলের নাম বলেন নি। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বক্তব্য থেকে স্পষ্ট যে এটি বিএনপিকে উদ্দেশ করেই বলা হয়েছে।

তাছাড়া, ওই বক্তব্যের প্রেক্ষিতে বিএনপি’র তরফে আসা প্রতিক্রিয়াগুলোও একই ধারণা দেয়।

বিএনপি বলছে, সংস্কারের ক্ষেত্রে তারা সরকারকে সহযোগিতা করছে।

অন্যদিকে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, সংস্কার প্রস্তাব নিয়ে রাজনৈতিক দলের সাথে মতের ফারাক থাকলেও এতে জটিলতা হবে না।

সূত্র: বিবিসি বাংলা