০৩:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

যেনতেন নির্বাচন চায় না জাতি: ডা. শফিকুর রহমান

সিনিয়র প্রতিবেদক, নরসিংদী
  • সময় ০৬:০২:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫
  • / 107

ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, ‘বাংলাদেশে নির্বাচন অবশ্যই হতে হবে, তবে তা যেনতেন মার্কার হতে পারে না। জনগণ চায় অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন, যেখানে পেশিশক্তি ও কালো টাকার প্রভাব থাকবে না।’

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে নরসিংদীর সাটিরপাড়া কালিকুমার ইনস্টিটিউট মাঠে জেলা জামায়াতে ইসলামীর আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘ভোটার তালিকা সংশোধন করতে হবে। ভুয়া ভোটারদের বাদ দিয়ে নতুন ভোটারদের অন্তর্ভুক্ত করতে হবে। প্রকৃত ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য সুষ্ঠু তালিকা তৈরি অপরিহার্য।’

জুলাই আন্দোলনের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘এই আন্দোলনে অনেক প্রবাসী ভাই-বোনও অংশ নিয়েছেন এবং কারাবরণ করেছেন। তারা স্বৈরাচারী সরকারকে রেমিটেন্স বন্ধের মাধ্যমে লাল কার্ড দেখিয়েছেন, যা প্রশংসার দাবি রাখে। আমরা তাদের প্রতি শ্রদ্ধা জানাই এবং তাদের ভোটাধিকার নিশ্চিতের দাবি জানাই।’

প্রশাসনের ভূমিকা নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘যারা জনগণের প্রতি দায়িত্বহীন ছিলেন এবং জনগণের টাকায় কেনা বুলেট ব্যবহার করেছেন, তাদের নির্বাচনী দায়িত্ব থেকে দূরে রাখতে হবে। তবে সৎ ও দেশপ্রেমিক কর্মকর্তারা যেন সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করতে পারেন, সে বিষয়ে আমরা আশ্বাস দিচ্ছি।’

ডা. শফিকুর রহমান বলেন, ‘জামায়াতে ইসলামী একমাত্র দল, যার কেন্দ্রীয় কার্যালয়সহ সব কার্যালয় কার্যত সিলগালা করা হয়েছিল। আমাদের নিবন্ধন বাতিল করা হয়েছিল, যা এখনো ফিরিয়ে দেওয়া হয়নি। ফ্যাসিবাদের পতনের পরও আমাদের ন্যায়সঙ্গত অধিকার ফিরিয়ে দেওয়া হয়নি, যা দেশের জন্য লজ্জাজনক।’ তিনি অবিলম্বে প্রতীকসহ দলটির নিবন্ধন পুনর্বহালের দাবি জানান।

তিনি আরও বলেন, ‘দেশ থেকে পাচার হওয়া সম্পদ, দেশে বা বিদেশে যেখানেই থাকুক না কেন, তা ফিরিয়ে এনে সরকারি কোষাগারে জমা দিতে হবে।’

এই জনসভায় সভাপতিত্ব করেন নরসিংদী জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোছলেহ উদ্দিন। সঞ্চালনায় ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক আমজাদ হোসেন।

সভায় আরও বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন, কর্মপরিষদ সদস্য মাওলানা আ.ফ.ম আব্দুস সাত্তার, আব্দুল মান্নান, এডভোকেট মশিউল আলম, মাওলানা মমিনুল হক, মাওলানা দেলোয়ার হোসেন, নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমীর মাওলানা আব্দুল জব্বার, মুন্সীগঞ্জ জেলা জামায়াতের আমীর আ.জ.ম রহুল কুদ্দুস ও নরসিংদী জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মকবুল হোসেন।

 

শেয়ার করুন

যেনতেন নির্বাচন চায় না জাতি: ডা. শফিকুর রহমান

সময় ০৬:০২:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, ‘বাংলাদেশে নির্বাচন অবশ্যই হতে হবে, তবে তা যেনতেন মার্কার হতে পারে না। জনগণ চায় অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন, যেখানে পেশিশক্তি ও কালো টাকার প্রভাব থাকবে না।’

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে নরসিংদীর সাটিরপাড়া কালিকুমার ইনস্টিটিউট মাঠে জেলা জামায়াতে ইসলামীর আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘ভোটার তালিকা সংশোধন করতে হবে। ভুয়া ভোটারদের বাদ দিয়ে নতুন ভোটারদের অন্তর্ভুক্ত করতে হবে। প্রকৃত ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য সুষ্ঠু তালিকা তৈরি অপরিহার্য।’

জুলাই আন্দোলনের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘এই আন্দোলনে অনেক প্রবাসী ভাই-বোনও অংশ নিয়েছেন এবং কারাবরণ করেছেন। তারা স্বৈরাচারী সরকারকে রেমিটেন্স বন্ধের মাধ্যমে লাল কার্ড দেখিয়েছেন, যা প্রশংসার দাবি রাখে। আমরা তাদের প্রতি শ্রদ্ধা জানাই এবং তাদের ভোটাধিকার নিশ্চিতের দাবি জানাই।’

প্রশাসনের ভূমিকা নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘যারা জনগণের প্রতি দায়িত্বহীন ছিলেন এবং জনগণের টাকায় কেনা বুলেট ব্যবহার করেছেন, তাদের নির্বাচনী দায়িত্ব থেকে দূরে রাখতে হবে। তবে সৎ ও দেশপ্রেমিক কর্মকর্তারা যেন সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করতে পারেন, সে বিষয়ে আমরা আশ্বাস দিচ্ছি।’

ডা. শফিকুর রহমান বলেন, ‘জামায়াতে ইসলামী একমাত্র দল, যার কেন্দ্রীয় কার্যালয়সহ সব কার্যালয় কার্যত সিলগালা করা হয়েছিল। আমাদের নিবন্ধন বাতিল করা হয়েছিল, যা এখনো ফিরিয়ে দেওয়া হয়নি। ফ্যাসিবাদের পতনের পরও আমাদের ন্যায়সঙ্গত অধিকার ফিরিয়ে দেওয়া হয়নি, যা দেশের জন্য লজ্জাজনক।’ তিনি অবিলম্বে প্রতীকসহ দলটির নিবন্ধন পুনর্বহালের দাবি জানান।

তিনি আরও বলেন, ‘দেশ থেকে পাচার হওয়া সম্পদ, দেশে বা বিদেশে যেখানেই থাকুক না কেন, তা ফিরিয়ে এনে সরকারি কোষাগারে জমা দিতে হবে।’

এই জনসভায় সভাপতিত্ব করেন নরসিংদী জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোছলেহ উদ্দিন। সঞ্চালনায় ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক আমজাদ হোসেন।

সভায় আরও বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন, কর্মপরিষদ সদস্য মাওলানা আ.ফ.ম আব্দুস সাত্তার, আব্দুল মান্নান, এডভোকেট মশিউল আলম, মাওলানা মমিনুল হক, মাওলানা দেলোয়ার হোসেন, নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমীর মাওলানা আব্দুল জব্বার, মুন্সীগঞ্জ জেলা জামায়াতের আমীর আ.জ.ম রহুল কুদ্দুস ও নরসিংদী জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মকবুল হোসেন।