যুবকের কোমরে মিলল ৩ কোটি ৭৮ লাখ টাকার স্বর্ণ | Bangla Affairs
০২:১৯ পূর্বাহ্ন, সোমবার, ৩১ মার্চ ২০২৫, ১৬ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

যুবকের কোমরে মিলল ৩ কোটি ৭৮ লাখ টাকার স্বর্ণ

নিজস্ব প্রতিবেদক, চুয়াডাঙ্গা
  • সময় ০৯:৫০:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫
  • / 14

যুবকের কোমরে মিলল ৩ কোটি ৭৮ লাখ টাকার স্বর্ণ

চুয়াডাঙ্গা জেলা থেকে এক যুবককে আটক করেছে বিজিবি, যার কোমরে পাওয়া গেছে ৩ কেজি ৬’শ গ্রাম ওজনের স্বর্ণ। বিশেষ অভিযানের মাধ্যমে চুয়াডাঙ্গার সুলতানপুর সীমান্তে ভারতে পাচারকালে এই স্বর্ণ উদ্ধার করা হয়।

বিজিবি চুয়াডাঙ্গা ৬ ব্যাটালিয়নের মিডিয়া সেল জানায়, গত ২৭ মার্চ বৃহস্পতিবার দুপুরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবির টহলদল জানতে পারে যে, একটি স্বর্ণের চালান সুলতানপুর সীমান্ত দিয়ে ভারতে পাচার হতে পারে। এরপর, বিশেষ টহলদল সীমান্তের মেইন পিলার ৭৭/৬-আর থেকে প্রায় ৮০০ গজ ভিতরে, ছয়ঘরিয়া প্রাথমিক স্কুলের পাশে অবস্থান নেয়। বিকেল ৪টার দিকে এক সন্দেহভাজন ব্যক্তিকে মোটরসাইকেলযোগে সীমান্তের দিকে যেতে দেখে, তাঁকে আটক করা হয়।

তল্লাশির সময়, আটককৃত ব্যক্তির কোমরের লাল কাপড়ের বেল্ট থেকে উদ্ধার করা হয় ১৬টি স্বর্ণের বার ও ১৪টি স্বর্ণের ছোট টুকরা। এগুলোর মোট ওজন ৩ কেজি ৬ গ্রাম এবং বর্তমান বাজারমূল্য ৩ কোটি ৭৮ লাখ ১৬ হাজার ২’শ টাকা।

আটককৃত যুবক মো. আফসার আলী (২৮), যিনি দর্শনা থানার ঝাঝাডাংগা গ্রামের শহিদুল ইসলামের ছেলে, তার বিরুদ্ধে দর্শনা থানায় মামলা দায়ের করা হয়েছে। জব্দকৃত স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারী অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হাসান এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

যুবকের কোমরে মিলল ৩ কোটি ৭৮ লাখ টাকার স্বর্ণ

সময় ০৯:৫০:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫

চুয়াডাঙ্গা জেলা থেকে এক যুবককে আটক করেছে বিজিবি, যার কোমরে পাওয়া গেছে ৩ কেজি ৬’শ গ্রাম ওজনের স্বর্ণ। বিশেষ অভিযানের মাধ্যমে চুয়াডাঙ্গার সুলতানপুর সীমান্তে ভারতে পাচারকালে এই স্বর্ণ উদ্ধার করা হয়।

বিজিবি চুয়াডাঙ্গা ৬ ব্যাটালিয়নের মিডিয়া সেল জানায়, গত ২৭ মার্চ বৃহস্পতিবার দুপুরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবির টহলদল জানতে পারে যে, একটি স্বর্ণের চালান সুলতানপুর সীমান্ত দিয়ে ভারতে পাচার হতে পারে। এরপর, বিশেষ টহলদল সীমান্তের মেইন পিলার ৭৭/৬-আর থেকে প্রায় ৮০০ গজ ভিতরে, ছয়ঘরিয়া প্রাথমিক স্কুলের পাশে অবস্থান নেয়। বিকেল ৪টার দিকে এক সন্দেহভাজন ব্যক্তিকে মোটরসাইকেলযোগে সীমান্তের দিকে যেতে দেখে, তাঁকে আটক করা হয়।

তল্লাশির সময়, আটককৃত ব্যক্তির কোমরের লাল কাপড়ের বেল্ট থেকে উদ্ধার করা হয় ১৬টি স্বর্ণের বার ও ১৪টি স্বর্ণের ছোট টুকরা। এগুলোর মোট ওজন ৩ কেজি ৬ গ্রাম এবং বর্তমান বাজারমূল্য ৩ কোটি ৭৮ লাখ ১৬ হাজার ২’শ টাকা।

আটককৃত যুবক মো. আফসার আলী (২৮), যিনি দর্শনা থানার ঝাঝাডাংগা গ্রামের শহিদুল ইসলামের ছেলে, তার বিরুদ্ধে দর্শনা থানায় মামলা দায়ের করা হয়েছে। জব্দকৃত স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারী অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হাসান এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।