যুক্তরাষ্ট্রের সাথে নিষেধাজ্ঞার খেলায় চীন

- সময় ০৫:৫৮:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪
- / 66
কয়েক দশক ধরেই পৃথিবীর বিভিন্ন দেশ এবং ব্যক্তির বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করে আসছে মার্কিন যুক্তরাষ্ট্র। এবার খোদ আমেকিরার সাথে নিষেধাজ্ঞা খেলায় নেমেছে চীন।
মিসাইল নির্মাতা প্রতিষ্ঠান রেইথিয়নসহ ৭টি মার্কিন কোম্পানি ও তাদের কিছু কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে চীন। পাশাপাশি চীনে থাকা এসব কোম্পানির সব সম্পদ বাজেয়াপ্ত করার ঘোষণা দেওয়া হয়েছে।
গতকাল শুক্রবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে এসব তথ্য জানানো হয়। বার্তা সংস্থা এপির একটি প্রতিবেদন থেকে এ তথ্য জানায়।
প্রতিবেদনে চীনের কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তি ওই ৭টি কোম্পানির সাথে কোনো ব্যবসায়িক লেনদেন বা অন্য ধরনের কার্যক্রমে অংশ নিতে পারবে না বলে জানানো হয়েছে।
বিবৃতিতে জানানো হয়, নিষেধাজ্ঞার আওতায় থাকা কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ইনসিটু, হাডসন টেকনোলজিস, সারোনিক টেকনোলজিস, রেথিয়ন কানাডা, রেথিয়ন অস্ট্রেলিয়া, অ্যারকম ও ওশিয়ানিয়ারিং ইন্টারন্যাশনাল।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষণায় আরও বলা হয়, নিষেধাজ্ঞার আওতায় চীনে থাকা কোম্পানিগুলোর সম্পদ বাজেয়াপ্ত করা হবে। চীনের কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তি এই কোম্পানিগুলোর সঙ্গে কোনো ধরনের কার্যক্রমে অংশ নিতে পারবে না। এ ছাড়া সংশ্লিষ্ট কোম্পানিগুলোর ‘জ্যেষ্ঠ নির্বাহী কর্মকর্তাদের’ ওপরও নিষেধাজ্ঞা কার্যকর করা হবে। তবে তাঁদের কারও নাম প্রকাশ করা হয়নি।
সম্প্রতি তাইওয়ানের জন্য সামরিক সহায়তা ও প্রতিরক্ষা বিলের অনুমোদন দেয় যুক্তরাষ্ট্র। এরপরই এমন নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নিলো চীন। বেইজিংয়ের দাবি, তাইওয়ান তাদের একটি প্রদেশ এবং এ ধরনের সহায়তা চীনের সার্বভৌমত্বের জন্য হুমকি।
শেয়ার করুন
-
সর্বশেষ
-
সর্বাধিক
Devoloped By: InnoSoln Limited