যুক্তরাষ্ট্রের শুল্ক পর্যালোচনায় বাংলাদেশ

- সময় ০৫:২৯:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫
- / 5
বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা পণ্যের ওপর শুল্কহার পুনর্মূল্যায়ন করছে। মার্কিন প্রশাসন বাংলাদেশের রপ্তানি পণ্যের ওপর ৩৭ শতাংশ পাল্টা শুল্ক আরোপের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
বৃহস্পতিবার এক ফেসবুক পোস্টে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, “জাতীয় রাজস্ব বোর্ড (NBR) দ্রুত শুল্কহার যুক্তিসংগত করার বিভিন্ন বিকল্প পর্যালোচনা করছে, যা দ্রুত সমাধানের জন্য অত্যন্ত জরুরি।”
বিবৃতিতে আরও বলা হয়, “যুক্তরাষ্ট্র বাংলাদেশের অন্যতম ঘনিষ্ঠ মিত্র এবং প্রধান রপ্তানি গন্তব্য। ট্রাম্প প্রশাসন দায়িত্ব নেওয়ার পর থেকেই দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বাড়ানোর চেষ্টা চলছে। শুল্ক সংক্রান্ত এই ইস্যু সমাধানে মার্কিন প্রশাসনের সঙ্গে আমাদের আলোচনা অব্যাহত রয়েছে।”
নতুন শুল্ক নীতিতে বড় ধাক্কা বাংলাদেশের রপ্তানি খাতে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি বিশ্বের বিভিন্ন দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় বুধবার (২ এপ্রিল) হোয়াইট হাউসের রোজ গার্ডেনের এক অনুষ্ঠানে ট্রাম্প কোন দেশের ওপর কত শুল্ক আরোপ করা হয়েছে, তার একটি তালিকা প্রকাশ করেন।
এই তালিকা অনুযায়ী –
🔹 বাংলাদেশের ওপর ৩৭%
🔹 পাকিস্তানের ওপর ২৯%
🔹 ভারতের ওপর ২৬%
🔹 চীনের ওপর ৩৪%
🔹 ইউরোপীয় ইউনিয়নের ওপর ২০%
এছাড়া, কম্বোডিয়া (৪৯%), ভিয়েতনাম (৪৬%), শ্রীলঙ্কা (৪৪%), থাইল্যান্ড (৩৬%), তাইওয়ান (৩২%), ইন্দোনেশিয়া (৩২%), সুইজারল্যান্ড (৩১%), দক্ষিণ আফ্রিকা (৩০%), দক্ষিণ কোরিয়া (২৫%), জাপান (২৪%), মালয়েশিয়া (২৪%), ইসরায়েল (১৭%), ফিলিপাইন (১৭%), সিঙ্গাপুর (১০%), যুক্তরাজ্য (১০%) এবং তুরস্ক, ব্রাজিল, চিলি, অস্ট্রেলিয়ার ওপরও ১০% শুল্ক বসানো হয়েছে।
বাংলাদেশি রপ্তানির ওপর প্রভাব
এতদিন পর্যন্ত যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পণ্যের গড় শুল্কহার ছিল ১৫%। কিন্তু নতুন ঘোষণার ফলে এটি দ্বিগুণেরও বেশি বেড়ে গেছে, যা দেশের রপ্তানি খাতে বড় চাপ সৃষ্টি করবে।
বাংলাদেশি তৈরি পোশাকের সবচেয়ে বড় বাজার যুক্তরাষ্ট্র। ২০২৪ সালে বাংলাদেশ ৮৪০ কোটি ডলারের পণ্য যুক্তরাষ্ট্রে রপ্তানি করেছে, যার মধ্যে ৭৩৪ কোটি ডলার ছিল তৈরি পোশাক। নতুন শুল্ক আরোপের ফলে বাংলাদেশের পোশাক খাত বড় ধাক্কা খেতে পারে বলে বিশ্লেষকরা আশঙ্কা করছেন।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের পণ্যের ওপর ২৬% শুল্ক আরোপ করা হয়েছে, যা বাংলাদেশ বা ভিয়েতনামের তুলনায় কম। এতে ভারতের পোশাক শিল্প যুক্তরাষ্ট্রের বাজারে তুলনামূলক বেশি সুবিধা পেতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।