১২:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৪ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
স্থান পেয়েছে ১০১টি নির্বাচিত সাদা-কালো ছবি

“মৌন মুখর বাদল দিন” ফটোগ্রাফির অ‍্যালবাম নিয়ে আলোচনা

নিজস্ব প্রতিবেদক
  • সময় ০৪:৩০:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৫
  • / 115

আশির দশক ফুটেছে মৌন মুখর বাদল দিনে

আশির দশকে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে তোলা শহীদুল আলম বাদলের ১০১টি নির্বাচিত সাদা-কালো ছবি নিয়ে সাজানো হয়েছে এই অনন্য প্রকাশনা মৌন মুখর বাদল দিন।

অস্ট্রেলিয়া প্রবাসী আলোকচিত্রী শহীদুল আলম বাদলের ফটোগ্রাফি অ্যালবাম মৌন মুখর বাদল দিন-এর প্রকাশনা উৎসব ও প্রাণবন্ত আলোচনা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পাঠক সমাবেশের কাটাবন শাখায়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কথাশিল্পী মুন রহমান। ফটোগ্রাফি অ্যালবামটি নিয়ে আলোচনা করেন বিশিষ্ট আলোকচিত্রী ও এফবিসিসিআই-এর সাবেক পরিচালক আককাস মাহমুদ, আলোকচিত্রী ও গবেষক সাহাদাত পারভেজ এবং কবি জিহাদ হাসান। আলোচকদের মতে, মৌন মুখর বাদল দিন নতুন প্রজন্মের আলোকচিত্রশিল্পীদের জন্য একটি শিক্ষণীয় প্রকাশনা।

আশির দশক ফুটেছে মৌন মুখর বাদল দিনে
আশির দশক ফুটেছে মৌন মুখর বাদল দিনে

শহীদুল আলম বাদলের সৃজনশীল ফটোগ্রাফির ভূয়সী প্রশংসা করে আককাস মাহমুদ বলেন , আগামী ফেব্রুয়ারিতে বাদল তার নতুন কাজ নিয়ে ঢাকায় একটি বর্ণাঢ্য প্রদর্শনী করবেন।

অ্যালবামটি প্রকাশ করেছে আত্মপ্রকাশ নামের প্রকাশনা প্রতিষ্ঠান। আত্নপ্রকাশের  কর্ণধার আলোকচিত্রী ওবায়দুল ফাওাহ তানভীর, বইটি তৈরির নেপথ্যের গল্প শেয়ার করেন অনুষ্ঠানে।

বর্তমানে তিনি অস্ট্রেলিয়ার সিডনি শহরে নিয়মিত আলোকচিত্র প্রদর্শনী আয়োজন করে থাকেন, যা সেখানে ব্যাপকভাবে প্রশংসিত। শুধু আলোকচিত্রীই নন, তিনি একজন জনপ্রিয় আবৃত্তিকার হিসেবেও সুপরিচিত।

 

শেয়ার করুন

স্থান পেয়েছে ১০১টি নির্বাচিত সাদা-কালো ছবি

“মৌন মুখর বাদল দিন” ফটোগ্রাফির অ‍্যালবাম নিয়ে আলোচনা

সময় ০৪:৩০:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৫

আশির দশকে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে তোলা শহীদুল আলম বাদলের ১০১টি নির্বাচিত সাদা-কালো ছবি নিয়ে সাজানো হয়েছে এই অনন্য প্রকাশনা মৌন মুখর বাদল দিন।

অস্ট্রেলিয়া প্রবাসী আলোকচিত্রী শহীদুল আলম বাদলের ফটোগ্রাফি অ্যালবাম মৌন মুখর বাদল দিন-এর প্রকাশনা উৎসব ও প্রাণবন্ত আলোচনা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পাঠক সমাবেশের কাটাবন শাখায়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কথাশিল্পী মুন রহমান। ফটোগ্রাফি অ্যালবামটি নিয়ে আলোচনা করেন বিশিষ্ট আলোকচিত্রী ও এফবিসিসিআই-এর সাবেক পরিচালক আককাস মাহমুদ, আলোকচিত্রী ও গবেষক সাহাদাত পারভেজ এবং কবি জিহাদ হাসান। আলোচকদের মতে, মৌন মুখর বাদল দিন নতুন প্রজন্মের আলোকচিত্রশিল্পীদের জন্য একটি শিক্ষণীয় প্রকাশনা।

আশির দশক ফুটেছে মৌন মুখর বাদল দিনে
আশির দশক ফুটেছে মৌন মুখর বাদল দিনে

শহীদুল আলম বাদলের সৃজনশীল ফটোগ্রাফির ভূয়সী প্রশংসা করে আককাস মাহমুদ বলেন , আগামী ফেব্রুয়ারিতে বাদল তার নতুন কাজ নিয়ে ঢাকায় একটি বর্ণাঢ্য প্রদর্শনী করবেন।

অ্যালবামটি প্রকাশ করেছে আত্মপ্রকাশ নামের প্রকাশনা প্রতিষ্ঠান। আত্নপ্রকাশের  কর্ণধার আলোকচিত্রী ওবায়দুল ফাওাহ তানভীর, বইটি তৈরির নেপথ্যের গল্প শেয়ার করেন অনুষ্ঠানে।

বর্তমানে তিনি অস্ট্রেলিয়ার সিডনি শহরে নিয়মিত আলোকচিত্র প্রদর্শনী আয়োজন করে থাকেন, যা সেখানে ব্যাপকভাবে প্রশংসিত। শুধু আলোকচিত্রীই নন, তিনি একজন জনপ্রিয় আবৃত্তিকার হিসেবেও সুপরিচিত।