মোংলায় হরিণের মাংসসহ আটক ৬
- সময় ০১:৪০:৫৯ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারি ২০২৫
- / 34
হরিণের মাংসসহ ৬ চোরাচালানকারীকে আটক করেছে কোস্টগার্ড। মোংলার ফেরিঘাট সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ১১ কেজি অবৈধ হরিণের মাংসসহ তাদেরকে আটক করা হয়।
আটকৃতরা হলেন-মোঃ রবিন (৪০), তাইজুল ইসলাম (৩৮), সোহেল হোসেন (৩৯), সাইদুল ইসলাম (৪৭), কল্পনা আক্তার নাজু (৩০) ও মুক্তা আক্তার (৩২)। তাদের সবার বাড়ী ঢাকার কেরানিগঞ্জে বলে জানা গেছে।
কোস্টগার্ড পশ্চিম জোনের (মোংলা সদর দপ্তর ) মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মুসফিক উস সালেহিন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুর ২ টায় বিসিজি বেইজ মোংলা কর্তৃক মোংলা ফেরিঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে মোংলা হতে ঢাকাগামী একটি মাইক্রোবাস তল্লাশী করে ১১ কেজি অবৈধ হরিণের মাংস সহ ছয়জন জন চোরাচালানকারীকে আটক করা হয়।
তিনি আরও বলেন, জব্দকৃত অবৈধ হরিণের মাংস, মাইক্রোবাস এবং আটককৃত চোরাচালানকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে মোংলা থানা পুলিশের উপস্থিতিতে পূর্ব সুন্দরবনের ঢাংমারী ফরেস্ট অফিসের তাদের সোপর্দ করা হয়।
ঢাংমারী ফরেষ্ট স্টেশন কর্মকর্তা সুরজিৎ চৌধুরী বলেন, আটকদের বুধবার (৮ জানুয়ারি) সকালে আদালতের মাধ্যমে বাগেরহাট জেল হাজতে প্রেরণের প্রস্তুতি চলছে।
শেয়ার করুন
-
সর্বশেষ
-
সর্বাধিক
Devoloped By: InnoSoln Limited