ঢাকা ০৮:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ৭ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

মোংলায় হত্যা মামলার আসামীসহ আটক ছয়, পুলিশের লুকোচুরি

নিজস্ব প্রতিবেদক, মোংলা
  • সময় ০৩:৩৯:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫
  • / 152

মোংলায় হত্যা মামলার আসামীসহ আটক ছয়, পুলিশের লুকোচুরি

অপারেশন ডেভিল হান্ট‘র মোংলায় কোস্ট গার্ড, নৌবাহিনী ও পুলিশের পৃথক অভিযানে অস্ত্র-গুলিসহ ছয়জনকে আটক করা হয়েছে। সেখানে হত্যা মামলার দুই পলাতক আসামীকেও রয়েছেন বলে দাবি মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার। যদিও কোন হত্যা হামলায় আটক হয়েছেন সেটি বলতে পারেননি তিনি।
সোমবার দিবাগত রাতে মোংলা উপজেলা শহরের বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। তবে মোংলা থানা পুলিশের পক্ষ থেকে যে দুইজন আসামিকে ওয়ারেন্টভুক্ত হিসাবে আটক করার দাবি করা হচ্ছে, সে বিষয়ে তথ্য দিতে লুকোচুরি করছে বলে জানা গেছে।

কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দপ্তরের (মোংলা) অপারেশন অফিসার লেঃ কমান্ডার অনিক মাহমুদ জানান, অপারেশন ডেভিল হান্ট’র অংশ হিসেবে মঙ্গলবার ভোর রাতে কোস্ট গার্ড, নৌবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালায়।

এসময় মোংলার চাঁদপাই ইউনিয়নের মালগাজী এবং বুড়িরডাঙ্গা ইউনিয়নের দিগরাজ এলাকায় থেকে সাবেক পৌর প্যানেল মেয়র ও পৌর আ’লীগের যুগ্ন সম্পাদক মোঃ শফিকুর রহমান, বুড়িরডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি বিধান চন্দ্র রায়, সাবকে ইউপি সদস্য মোঃ জাহাঙ্গীর হোসেন (৪৩), আ.লীগ নেতা মোঃ ডালিমকে আটক করা হয়। এসময় ১টি দুইনালা বিদেশি বন্দুক ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার করে যৌথ বাহিনী।

অপরদিকে মঙ্গলবার রাতে মোংলার কুমারখালী ও গোয়ালের মেঠ এলাকায় অভিযান চালিয়ে ছাত্রলীগ নেতা রফিকুল ইসলাম, মোঃ সাইফুল শেখ ও দুই জন হত্যা মামলার পলাতক আসামীকে আটক করা হয়েছে। তবে তারা কোন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি সেটি জানতে বাংলা অ্যাফেয়ার্সের পক্ষ থেকে ফোন করা হলেও তা জানাননি মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আনিসুর রহমান

তিনি জানিয়েছেন, আটককৃতদের দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

মোংলায় হত্যা মামলার আসামীসহ আটক ছয়, পুলিশের লুকোচুরি

সময় ০৩:৩৯:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫

অপারেশন ডেভিল হান্ট‘র মোংলায় কোস্ট গার্ড, নৌবাহিনী ও পুলিশের পৃথক অভিযানে অস্ত্র-গুলিসহ ছয়জনকে আটক করা হয়েছে। সেখানে হত্যা মামলার দুই পলাতক আসামীকেও রয়েছেন বলে দাবি মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার। যদিও কোন হত্যা হামলায় আটক হয়েছেন সেটি বলতে পারেননি তিনি।
সোমবার দিবাগত রাতে মোংলা উপজেলা শহরের বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। তবে মোংলা থানা পুলিশের পক্ষ থেকে যে দুইজন আসামিকে ওয়ারেন্টভুক্ত হিসাবে আটক করার দাবি করা হচ্ছে, সে বিষয়ে তথ্য দিতে লুকোচুরি করছে বলে জানা গেছে।

কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দপ্তরের (মোংলা) অপারেশন অফিসার লেঃ কমান্ডার অনিক মাহমুদ জানান, অপারেশন ডেভিল হান্ট’র অংশ হিসেবে মঙ্গলবার ভোর রাতে কোস্ট গার্ড, নৌবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালায়।

এসময় মোংলার চাঁদপাই ইউনিয়নের মালগাজী এবং বুড়িরডাঙ্গা ইউনিয়নের দিগরাজ এলাকায় থেকে সাবেক পৌর প্যানেল মেয়র ও পৌর আ’লীগের যুগ্ন সম্পাদক মোঃ শফিকুর রহমান, বুড়িরডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি বিধান চন্দ্র রায়, সাবকে ইউপি সদস্য মোঃ জাহাঙ্গীর হোসেন (৪৩), আ.লীগ নেতা মোঃ ডালিমকে আটক করা হয়। এসময় ১টি দুইনালা বিদেশি বন্দুক ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার করে যৌথ বাহিনী।

অপরদিকে মঙ্গলবার রাতে মোংলার কুমারখালী ও গোয়ালের মেঠ এলাকায় অভিযান চালিয়ে ছাত্রলীগ নেতা রফিকুল ইসলাম, মোঃ সাইফুল শেখ ও দুই জন হত্যা মামলার পলাতক আসামীকে আটক করা হয়েছে। তবে তারা কোন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি সেটি জানতে বাংলা অ্যাফেয়ার্সের পক্ষ থেকে ফোন করা হলেও তা জানাননি মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আনিসুর রহমান

তিনি জানিয়েছেন, আটককৃতদের দুপুরে আদালতে পাঠানো হয়েছে।