মোংলায় সহকারী অ্যাটর্নি জেনারেলের উদ্যোগে ইফতার

- সময় ১১:২২:৩৭ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫
- / 14
মোংলায় আলেম- ওলামা, শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও ব্যবসায়ীদের সম্মানে সহকারী অ্যাটর্নি জেনারেল মনিরুজ্জামানের উদ্যোগে ২২ শে মার্চ শনিবার বিকালে মোংলা উপজেলা মিলনায়তনে এক বিশাল ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সরকারের সহকারী অ্যাটর্নি জেনারেল হিসাবে সদ্য নিয়োগ প্রাপ্ত মোংলার গর্ব মেধাবী আইনজীবী ও হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির সেক্রেটারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র মো: মনিরুজ্জামান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান সরকার দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চায় আর সেই জায়গায় আমাদের অগ্রণী ভুমিকা পালন করতে হয়। মহান আল্লাহর কাছে দোয়া করি আমার উপর যে দায়িত্ব বর্তমান সরকার দিয়েছে তা যেনো আমি সততার সাথে পালন করতে পারি এবং ন্যায় বিচার প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করতে পারি। আমি যেহেতু মোংলার ছেলে মোংলার মানুষসহ সমাজেও যাতে ন্যায়বিচার প্রতিষ্ঠা হয় তার জন্য প্রয়োজনীয় ভূমিকা পালন করতে পারি সেই দোয়া এবং সহযোগিতা চাই।
শেয়ার করুন
-
সর্বশেষ
-
সর্বাধিক
Devoloped By: InnoSoln Limited