মোংলায় সন্ত্রাসী মিজান শেখ অবশেষে গ্রেপ্তার | Bangla Affairs
০৮:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ২৫ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

মোংলায় সন্ত্রাসী মিজান শেখ অবশেষে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, মোংলা
  • সময় ০৮:৩০:০৬ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫
  • / 8

মোংলায় সন্ত্রাসী মিজান শেখ অবশেষে গ্রেপ্তার

মোংলা উপজেলার সুন্দরবন ইউনিয়নের বুড়বুড়িয়া এলাকায় সংখ্যালঘু সম্প্রদয়ের অসহায় পরিবারকে মেরে রক্তাক্ত জখম, বাড়ির জায়গা ও চিংড়ী ঘের দখল, একাধিক মামলার পলাতক সন্ত্রাসী মোঃ মিজান শেখ (৪০) কে অবশেষে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ।

শনিবার (৬ই মার্চ) দিবাগত গভীর রাতে মোংলা থানার (ওসি) তদন্ত মোঃ মানিক চন্দ্র সহ একদল পুলিশ অভিযান চালিয়ে উপজেলার সুন্দরবন ইউনিয়নের বুড়বুড়িয়া ভিআইপি মোড় বাঁশতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেন। রাতে ওই এলাকায় গিয়ে নিরীহ মানুষদের ভয়ভীতি ও সন্ত্রাসী কর্মকান্ড করছিল।

গ্রেপ্তারকৃত সন্ত্রাসী মিজান শেখ সুন্দরবন ইউনিয়নের ২নং ওয়ার্ড বাশতলা এলাকার মোঃ আব্দুল শেখের ছেলে। রবিবার দুপুরের পর তাকে বাগেরহাট আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আনিসুর রহমান জানায়, আসামীকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

স্থানীয় জনসাধারণের ভাষ্যমতে সে দুর্ধর্ষ সন্ত্রাসী এবং বহু অপরাধের সাথে জড়িত। এলাকায় বহু অপরাধ মুলক কর্মকান্ডের সাথে জড়িত, এ ব্যাপারে মামলা হলে দীর্ঘদিন পলাতক ছিল মিজান শেখ। এছাড়া মিজান শেখের ছোট ভাই মোঃ জিয়ার শেখ এলাকার একই মামলার ১নং পলাতক আসামী। তাকেও গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।

শেয়ার করুন

মোংলায় সন্ত্রাসী মিজান শেখ অবশেষে গ্রেপ্তার

সময় ০৮:৩০:০৬ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫

মোংলা উপজেলার সুন্দরবন ইউনিয়নের বুড়বুড়িয়া এলাকায় সংখ্যালঘু সম্প্রদয়ের অসহায় পরিবারকে মেরে রক্তাক্ত জখম, বাড়ির জায়গা ও চিংড়ী ঘের দখল, একাধিক মামলার পলাতক সন্ত্রাসী মোঃ মিজান শেখ (৪০) কে অবশেষে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ।

শনিবার (৬ই মার্চ) দিবাগত গভীর রাতে মোংলা থানার (ওসি) তদন্ত মোঃ মানিক চন্দ্র সহ একদল পুলিশ অভিযান চালিয়ে উপজেলার সুন্দরবন ইউনিয়নের বুড়বুড়িয়া ভিআইপি মোড় বাঁশতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেন। রাতে ওই এলাকায় গিয়ে নিরীহ মানুষদের ভয়ভীতি ও সন্ত্রাসী কর্মকান্ড করছিল।

গ্রেপ্তারকৃত সন্ত্রাসী মিজান শেখ সুন্দরবন ইউনিয়নের ২নং ওয়ার্ড বাশতলা এলাকার মোঃ আব্দুল শেখের ছেলে। রবিবার দুপুরের পর তাকে বাগেরহাট আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আনিসুর রহমান জানায়, আসামীকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

স্থানীয় জনসাধারণের ভাষ্যমতে সে দুর্ধর্ষ সন্ত্রাসী এবং বহু অপরাধের সাথে জড়িত। এলাকায় বহু অপরাধ মুলক কর্মকান্ডের সাথে জড়িত, এ ব্যাপারে মামলা হলে দীর্ঘদিন পলাতক ছিল মিজান শেখ। এছাড়া মিজান শেখের ছোট ভাই মোঃ জিয়ার শেখ এলাকার একই মামলার ১নং পলাতক আসামী। তাকেও গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।