০২:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫, ২৬ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
মাটিতে পুঁতে নষ্ট করা হয়েছে

মোংলায় ফেলে যাওয়া ৩০ কেজি হরিণের মাংস উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, মোংলা
  • সময় ১০:৪৪:৫৭ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫
  • / 38

৩০ কেজি হরিণের মাংস উদ্ধার

মোংলায় শিকারীদের ফেলে যাওয়া ৩০ কেজি হরিণের মাংস ও একটি হরিণের মাথা উদ্ধার করেছে বনরক্ষীরা। পরে তা কেরোসিন ঢেলে মাটিতে পুঁতে নষ্ট করা হয়।

রবিবার (৯ মার্চ) রাত ৩টার দিকে সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের বনরক্ষীরা বৌদ্ধমারী বাজার থেকে এই হরিণের মাংস উদ্ধার করেন। চাঁদপাই রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) দীপন চন্দ্র দাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, রবিবার রাত ২টার দিকে জয়মনির ঘোল এলাকা থেকে একদল শিকারী হরিণের মাংস নিয়ে আসছে। খবর পেয়ে বনরক্ষীরা বৌদ্ধমারী বাজারে ওঁৎ পেতে থাকেন। তবে তাদের উপস্থিতি টের পেয়ে শিকারীরা দ্রুত মোটরসাইকেলযোগে পালিয়ে যায় এবং হরিণের মাংস ফেলে যায়।

এ ঘটনায় কোনো শিকারীকে আটক করা সম্ভব না হওয়ায় বন আইনে ইউডিআর (Unidentified Offense Report) মামলা করা হয়েছে। উদ্ধারের পর উর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে সোমবার (১০ মার্চ) দুপুরে চাঁদপাই স্টেশনে কেরোসিন ঢেলে মাংস পুড়িয়ে তা মাটিতে পুঁতে ফেলা হয়।

বন কর্মকর্তারা জানিয়েছেন, শিকারীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে এবং সুন্দরবনের প্রাণীকুল রক্ষায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

মাটিতে পুঁতে নষ্ট করা হয়েছে

মোংলায় ফেলে যাওয়া ৩০ কেজি হরিণের মাংস উদ্ধার

সময় ১০:৪৪:৫৭ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫

মোংলায় শিকারীদের ফেলে যাওয়া ৩০ কেজি হরিণের মাংস ও একটি হরিণের মাথা উদ্ধার করেছে বনরক্ষীরা। পরে তা কেরোসিন ঢেলে মাটিতে পুঁতে নষ্ট করা হয়।

রবিবার (৯ মার্চ) রাত ৩টার দিকে সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের বনরক্ষীরা বৌদ্ধমারী বাজার থেকে এই হরিণের মাংস উদ্ধার করেন। চাঁদপাই রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) দীপন চন্দ্র দাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, রবিবার রাত ২টার দিকে জয়মনির ঘোল এলাকা থেকে একদল শিকারী হরিণের মাংস নিয়ে আসছে। খবর পেয়ে বনরক্ষীরা বৌদ্ধমারী বাজারে ওঁৎ পেতে থাকেন। তবে তাদের উপস্থিতি টের পেয়ে শিকারীরা দ্রুত মোটরসাইকেলযোগে পালিয়ে যায় এবং হরিণের মাংস ফেলে যায়।

এ ঘটনায় কোনো শিকারীকে আটক করা সম্ভব না হওয়ায় বন আইনে ইউডিআর (Unidentified Offense Report) মামলা করা হয়েছে। উদ্ধারের পর উর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে সোমবার (১০ মার্চ) দুপুরে চাঁদপাই স্টেশনে কেরোসিন ঢেলে মাংস পুড়িয়ে তা মাটিতে পুঁতে ফেলা হয়।

বন কর্মকর্তারা জানিয়েছেন, শিকারীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে এবং সুন্দরবনের প্রাণীকুল রক্ষায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে।