০১:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫, ৯ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

মোংলায় উপজেলা পরিষদে মজুদকৃত ত্রাণ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, মোংলা
  • সময় ০৩:৩১:১৭ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৫
  • / 61

মোংলায় উপজেলা পরিষদে মজুদকৃত ত্রাণ উদ্ধার

মোংলায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) স্টোর রুম থেকে দুই বছর আগে মজুদ করা বিপুল পরিমাণ ত্রাণের খাদ্য সামগ্রী উদ্ধার করেছে নাগরিক কমিটি।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে উদ্ধারকৃত ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, চিনি, চিড়া, গুড়, স্যালাইন ও বিস্কুট। এই খাদ্য সামগ্রী ঘূর্ণিঝড় রিমেল-এ ক্ষতিগ্রস্তদের জন্য সরকার বরাদ্দ দিলেও তা বিতরণ না করে গোপনে মজুদ রাখা হয়েছিল। এছাড়াও সেখানে শীতবস্ত্র, বিশেষ করে কম্বলও পাওয়া গেছে।

ত্রাণ সামগ্রীর সন্ধান ও উদ্ধার অভিযানে নেতৃত্ব দেন বাগেরহাট জেলা নাগরিক কমিটির প্রতিনিধি আবু হাসান, মোংলা উপজেলা প্রতিনিধি খায়রুল ইসলাম শুভ, মোঃ সোহেল ও মোঃ আব্দুল্লাহ।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া শারমিন-এর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। তবে বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আরিফুর ইসলাম জানিয়েছেন, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

মোংলায় উপজেলা পরিষদে মজুদকৃত ত্রাণ উদ্ধার

সময় ০৩:৩১:১৭ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৫

মোংলায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) স্টোর রুম থেকে দুই বছর আগে মজুদ করা বিপুল পরিমাণ ত্রাণের খাদ্য সামগ্রী উদ্ধার করেছে নাগরিক কমিটি।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে উদ্ধারকৃত ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, চিনি, চিড়া, গুড়, স্যালাইন ও বিস্কুট। এই খাদ্য সামগ্রী ঘূর্ণিঝড় রিমেল-এ ক্ষতিগ্রস্তদের জন্য সরকার বরাদ্দ দিলেও তা বিতরণ না করে গোপনে মজুদ রাখা হয়েছিল। এছাড়াও সেখানে শীতবস্ত্র, বিশেষ করে কম্বলও পাওয়া গেছে।

ত্রাণ সামগ্রীর সন্ধান ও উদ্ধার অভিযানে নেতৃত্ব দেন বাগেরহাট জেলা নাগরিক কমিটির প্রতিনিধি আবু হাসান, মোংলা উপজেলা প্রতিনিধি খায়রুল ইসলাম শুভ, মোঃ সোহেল ও মোঃ আব্দুল্লাহ।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া শারমিন-এর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। তবে বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আরিফুর ইসলাম জানিয়েছেন, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।