নতুন কমিটির উদ্দেশে
মেহেরপুরে মাসুদ অরুনের হুঙ্কার
- সময় ০৬:২৬:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫
- / 24
মেহেরপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও মেহেরপুর ১ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন হুঙ্কার দিয়ে বলেছেন, আমরা শেখ হাসিনাকে রুখে দিয়েছি। আর তিন টাকার কমিটি রুখে দেওয়া কঠিন কিছু হবে না। ১ ফ্রেব্রুয়ারি হাজারো মানুষের সমাবেশ হবে ইনশাআল্লাহ। আর সেই সমাবেশ ঠিক করে দেবে মেহেরপুর জেলার দায়িত্ব কারা পাবেন।
বুধবার (২২ জানুয়ারি) মেহেরপুরের গাংনী উপজেলা বিএনপির জনসভায় এসকথা বলেন তিনি।
মাসুদ অরুন বলেন, সদস্য সচিব কামরুল হাসান বলছেন আমার বাবার অনেক সম্পদ, আহবায়ক মিল্টনের অনেক সম্পদ। কিন্তু মাসুদ অরুন বেকার, চাচা তুলো চাল কেনে। কামরুল সাহেব একথাটি ঠিক বলেছেন, কারণ আমি জনগণের কর্মী।
আমার কাজে জনগণ সাহায্য করে। আমি বেকার থাকলেও আমার ভাতের কষ্ট হবে না।
মাসুদ অরুন আরো বলেন, অনেকে কমিটির নামে, শেখ হাসিনার দোসরদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন। আগামী ১ ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করেন।
যারা ফ্যাসিবাদের দোসরদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন তাদের গণধোলাইয়ের কর্মসূচি দেওয়া হবে।
এর আগে গাংনী হাসপাতাল বাজার এলাকা থেকে একটি মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাস স্ট্যান্ড বাজারে গিয়ে শেষ হয়। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মেহেরপুর জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও মেহেরপুর ২ আসনের সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও পৌর বিএনপি’র সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস প্রমুখ।
উল্লেখ্য, সম্প্রতি জাভেদ মাসুদ মিল্টনকে আহবায়ক ও অ্যাডভোকেট কামরুল হাসানকে সদস্য সচিব করে ৭ সদস্যের আহবায়ক কমিটির অনুমোদন দেয় কেন্দ্রীয় বিএনপি। এতে সাবেক সভাপতি মাসুদ অরুনকে সদস্য করা হয়।
কাঙ্ক্ষিত পদ না পেয়ে লাগাতার কর্মসূচি পালন করছেন মাসুদ অরুন ও তার সমর্থকরা। জেলা বিএনপি এখন দুভাগে বিভক্ত হয়ে আলাদা আলাদা সভা-সমাবেশ করছে।
শেয়ার করুন
-
সর্বশেষ
-
সর্বাধিক
Devoloped By: InnoSoln Limited