ঢাকা ০৮:৪৬ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

মেঘনায় বাল্কহেড-স্পিডবোট সংঘর্ষে নিহত বেড়ে ৩

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ
  • সময় ০১:৩৫:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫
  • / 23

মুন্সিগঞ্জ

মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে বাল্কহেডের সঙ্গে স্পিডবোটের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে।

শুক্রবার (১০ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে গজারিয়ার গুয়াগাছিয়া ইউনিয়নের কালীপুরা সংলগ্ন মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।

তবে এ দুর্ঘটনায় এখনও পর্যন্ত কতজন নিখোঁজ রয়েছেন কিংবা আহত হয়েছেন তা নিশ্চিত করে জানাতে পারেননি পুলিশের কর্মকর্তারা।

গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার আলম আজাদ বলেন, নদীতে একটি ট্রলারে সঙ্গে রাতের অন্ধকারে দ্রুতগতির স্পিডবোটের সংঘর্ষ হয়। খবর পেয়ে গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্স গেলে আহত একজনকে ঢাকায় পাঠানো হয় এবং তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে কতজন আহত হয়েছেন তা এখনও জানতে পারিনি। শুনেছি স্পিডবোটে ১০-১২ জন ছিলেন।

গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সায়মা আক্তার বলেন, ‘দুর্ঘটনাকবলিত তিনজনকে হাসপাতালে আনা হয়েছিল। তাদের মধ্যে দুইজনকে মৃত অবস্থায় আনা হয়। বাকি একজনের অবস্থা গুরুতর। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।’

উল্লেখ্য, ঢাকা-নারায়ণগঞ্জ (ভায়া ভৈরব) সিলেট নৌ-রুটসহ দেশের বিভিন্ন নদীপথের আতঙ্কের নাম বালু, পাথর ও কয়লা পরিবহণের কাজে ব্যবহৃত নৌযান ‘বাল্কহেড‘। নৌপুলিশ ও কোস্ট গার্ড ম্যানেজ করে চলাচল করছে তিন হাজারেরও বেশি ফিটনেস ও রেজিস্ট্রেশনবিহীন অবৈধ বাল্কহেডসহ সাড়ে ১১ হাজারেরও বেশি।

শেয়ার করুন

মেঘনায় বাল্কহেড-স্পিডবোট সংঘর্ষে নিহত বেড়ে ৩

সময় ০১:৩৫:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫

মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে বাল্কহেডের সঙ্গে স্পিডবোটের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে।

শুক্রবার (১০ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে গজারিয়ার গুয়াগাছিয়া ইউনিয়নের কালীপুরা সংলগ্ন মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।

তবে এ দুর্ঘটনায় এখনও পর্যন্ত কতজন নিখোঁজ রয়েছেন কিংবা আহত হয়েছেন তা নিশ্চিত করে জানাতে পারেননি পুলিশের কর্মকর্তারা।

গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার আলম আজাদ বলেন, নদীতে একটি ট্রলারে সঙ্গে রাতের অন্ধকারে দ্রুতগতির স্পিডবোটের সংঘর্ষ হয়। খবর পেয়ে গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্স গেলে আহত একজনকে ঢাকায় পাঠানো হয় এবং তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে কতজন আহত হয়েছেন তা এখনও জানতে পারিনি। শুনেছি স্পিডবোটে ১০-১২ জন ছিলেন।

গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সায়মা আক্তার বলেন, ‘দুর্ঘটনাকবলিত তিনজনকে হাসপাতালে আনা হয়েছিল। তাদের মধ্যে দুইজনকে মৃত অবস্থায় আনা হয়। বাকি একজনের অবস্থা গুরুতর। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।’

উল্লেখ্য, ঢাকা-নারায়ণগঞ্জ (ভায়া ভৈরব) সিলেট নৌ-রুটসহ দেশের বিভিন্ন নদীপথের আতঙ্কের নাম বালু, পাথর ও কয়লা পরিবহণের কাজে ব্যবহৃত নৌযান ‘বাল্কহেড‘। নৌপুলিশ ও কোস্ট গার্ড ম্যানেজ করে চলাচল করছে তিন হাজারেরও বেশি ফিটনেস ও রেজিস্ট্রেশনবিহীন অবৈধ বাল্কহেডসহ সাড়ে ১১ হাজারেরও বেশি।